একটি অফিসের কর্মচারীদের মধ্যে ২/৩ অংশ মহিলা। পুরুষ কর্মচারীদের ১/৪ অংশ বিবাহিত এবং ১৮ জন অবিবাহিত। ঐ অফিসে কর্মচারীদের সংখ্যা কত?
সবুজ এবং জসীমের মাসিক বেতনের অনুপাত ২: ৩ এবং তাদের মাসিক খরচের অনুপাত ৫ : ৮। তাদের প্রত্যেকে প্রতিমাসে যদি ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে জসীমের মাসিক বেতন কত?
পরস্পরের থেকে ১৫ কি.মি. দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘণ্টায় মিলিত হয়, আবার একই দিকে হাঁটতে থাকলে ৬ ঘণ্টা পরে মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কি.মি.?
A $140 book is marked down by 25% and then by another 10%. What is its final sale cost?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ২ গুণ। ৮ বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ৫ : ২। পিতার বর্তমান বয়স কত?