ওহমের সূত্রটি লিখুন।
একটি আদর্শ সার্কিটের চিত্র অঙ্কন করে মৌলিক উপাদানগুলো চিহ্নিত করুন।
একটি বৈদ্যুতিক হিটারের দুই প্রান্তে ২৫০V সরবরাহ করলে ৬৪ কারেন্ট প্রবাহিত হয়। হিটারের রোধ নির্ণয় করুন। হিটারটি ৩০ মিনিট চালু থাকলে এর মধ্য দিয়ে প্রবাহিত চার্জ কত হবে নির্ণয় করুন।
সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যসমূহ লিখুন।
MOSFET
IGBT
SCR
TRIAC এর গঠন ও কার্যপ্রণালি চিত্রসহ বর্ণনা করুন।
রেকটিফিকেশন বলতে কী বোঝায় লিখুন।
রেগুলেটেড এবং আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর মধ্যে প্রধান পার্থক্যটি লিখুন।
একটি ব্রীজ রেকটিফায়ার সার্কিটের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা করুন।
অ্যামপ্লিফায়ার ও অ্যামপ্লিফিকেশন বলতে কী বোঝায় লিখুন।
অ্যামপ্লিফায়ারের প্রকারভেদ লিখুন।
সার্কিট চিত্রসহ একটি পুশ-পুল (Push-pull) অ্যামপ্লিফায়ারের কার্যপ্রণালি লিখুন।
ওয়াশিং মেশিনের প্রধান অংশগুলোর নাম লিখুন।
রাইস কুকার (Rice cooker) এর গঠন ও কার্যপ্রণালি চিত্রসহ বর্ণনা করুন।
ইন্টারনেট কী লিখুন।
একটি ডিশ এন্টেনা কীভাবে কাজ করে লিখুন।
একটি কম্পিউটারের IP Configuration পদ্ধতি বর্ণনা করুন।
Smart mobile ও Feature mobile phone এর মধ্যে পার্থক্য লিখুন।