ভূমি মন্ত্রণালয় || অফিস সহকারী কাম–কম্পিউটার মুদ্রাক্ষরিক (2017) || 2017

All

                                                                                    বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার ভূমিকা

অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার তাৎপর্যঃ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট অবদান রাখছে। উৎপাদন ব্যবস্থার উন্নয়নে ও উৎপাদন বৃদ্ধিতে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিশেষ কার্যকর। পণ্য আমদানি-রপ্তানি, দেশের অভ্যন্তরীণ উৎপাদন উপকরণের গতিশীলতা, কাঁচামাল ক্রয় ও পণ্য বিপণন ব্যবস্থার উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যের বাজার ব্যবস্থার উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার উপর সরাসরি নির্ভরশীল। পণ্যমূল্য স্থিতিশীল রাখার জন্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। দেশে উৎপাদিত পণ্যসামগ্রীর বাজারজাতকরণ ও বিদেশে রপ্তানির জন্য বন্দরে পৌছানোর উদ্দেশ্যে যোগাযোগ ব্যব হতে হবে। সুষম অর্থনৈতিক পরিস্থিতি অব্যাহত রাখার বিষয়টিও যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের খাদ্যসংকট মোকাবেলার জন্য এবং দ্রুত পণ্যসামগ্রী পরিবহণের জন্য উত্তম যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। শিল্প-কারখানা প্রতিষ্টা ও শিল্পের উৎপাদন বৃদ্ধির জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেঝে মূল্যবান সম্পদ আহরণের সুযোগ ঘটে উত্তম পরিবহণ ব্যবস্থার মাধ্যমে। যোগাযোগ ব্যবস্থা কৃষকদের উৎপাদিত পণ্যের। যোগাযোগ ব্যবস্থা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সাহায্য করে। কর্মসংস্থান বৃদ্ধির জন্যও যোগাযোগ ব্যবস্থা বিশেষ সহায়ক। 

বাংলাদেশের পরিস্থিতিঃ বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ স্বল্প আয়তনের দেশ। এখানে যোগাযোগ ব্যবস্থার সব ধরনের মাধ্যমে থাকলেও অর্থনৈতিক অসাচ্ছলতার কারণে তা এখনো ব্যাপকভিত্তিক প্রসার লাভ করে নি। এছাড়া ভৌগোলিক ও প্রাকৃতিক প্রতিবন্ধকতাও রয়েছে। এদেশে জালের মতো নদী ছড়িয়ে আছে বলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দ্রুত সম্ভব নয়। অধুনা নদীর নাব্যতা বৃদ্ধি পাচ্ছে বলে নদীপথে যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে পড়েছে। তবে সাম্প্রতিককালে দেশে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে এবং এর সূফল অর্থনৈতিক অবস্থার উন্নয়নে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে এ দেশ সম্পৃক্ত হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক অবদান রাখতে সক্ষম হচ্ছে।

এক কথায় প্রকাশ করুনঃ
2.

অণু বিষয়ক

Created: 8 months ago | Updated: 2 days ago

আণবিক

এক কথায় প্রকাশ করুনঃ
3.

ইহলোক সম্পর্কিত

Created: 8 months ago | Updated: 4 days ago

ঐহিক/ ইহলৌকিক

এক কথায় প্রকাশ করুনঃ
4.

ধনুকের শব্দ 

Created: 8 months ago | Updated: 3 days ago

টঙ্কার

এক কথায় প্রকাশ করুনঃ
5.

যার কিছু নেই

Created: 8 months ago | Updated: 4 days ago

নিঃস্ব

এক কথায় প্রকাশ করুনঃ
6.

হরেক রকম বোল যার 

Created: 8 months ago | Updated: 4 days ago

হরবোলা

অর্থসহ বাক্য রচনা করুন:
7.

অমৃতে অরুচি

Created: 8 months ago | Updated: 12 hours ago

অমৃতে অরুচি (দামী জিনিসের প্রতি বিতৃষ্ণা) = জ্বর হওয়ার পর বারির অমৃতে অরুচি ধরেছে।

অর্থসহ বাক্য রচনা করুন:
8.

আসরে নামা

Created: 8 months ago | Updated: 4 days ago

আসরে নামা (আবির্ভূত হওয়া)= মজমায় হঠাৎ করে বড় মামা আসরে নামলেন।

অর্থসহ বাক্য রচনা করুন:
9.

ইতর বিশেষ

Created: 8 months ago | Updated: 1 week ago

ইতর বিশেষ (পার্থক্য) = জমজ হওয়ায় দুই বোনের মধ্যে তেমন কোন ইতর বিশেষ নেই।

অর্থসহ বাক্য রচনা করুন:
10.

ঊনপঞ্চাশ বায়ু

Created: 8 months ago | Updated: 1 day ago

ঊনপঞ্চাশ বায়ু (পাগলামী) = শাকিল সাহেবের এই বিয়ে করার জন্য মত দিয়েছে, এ যেন উনপঞ্চাশ বায়ু ।

অর্থসহ বাক্য রচনা করুন:
11.

কান কাটা

Created: 8 months ago | Updated: 4 days ago

কান কাটা (বেহায়া) = রমিজ সাহেবের কান কাটা স্বভাবটি আমার পছন্দ হয় নি।

সন্ধি বিচ্ছেদ করুন :
12.

অপরাপর

Created: 8 months ago | Updated: 5 days ago

অপর + অপর 

সন্ধি বিচ্ছেদ করুন :
13.

বনৌষধি

Created: 8 months ago | Updated: 4 days ago

বন + ওষুধি 

সন্ধি বিচ্ছেদ করুন :
14.

নিরাকার

Created: 8 months ago | Updated: 4 days ago

নিঃ + আকার

সন্ধি বিচ্ছেদ করুন :
15.

ক্ষুৎপিপাসা

Created: 8 months ago | Updated: 5 days ago

ক্ষুধ + পিপাসা

সন্ধি বিচ্ছেদ করুন :
16.

বৃহস্পতি 

Created: 8 months ago | Updated: 5 days ago

বৃহৎ + পতি

বিপরীত শব্দ লিখুন
17.

খিড়কি

Created: 8 months ago | Updated: 5 days ago

খিড়কি = সিংহদ্বার

বিপরীত শব্দ লিখুন
18.

জরা

Created: 8 months ago | Updated: 5 days ago

জরা = যৌবন

বিপরীত শব্দ লিখুন
19.

গৃহী

Created: 8 months ago | Updated: 3 days ago

গৃহী = সন্ন্যাসী

বিপরীত শব্দ লিখুন
20.

অনুরক্ত

Created: 8 months ago | Updated: 19 hours ago

অনুরক্ত = বিরক্ত

বিপরীত শব্দ লিখুন
21.

বাহুল্য 

Created: 8 months ago | Updated: 4 days ago

বাহুল্য  = স্বল্পতা

Related Sub Categories