সম্পাদক দৈনিক আশার আলো
৪০ কাওরান বাজার, ঢাকা ১২১৫
বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।
জনাব,
আপনার বহুল প্রচলিত স্বনামধন্য দৈনিক আশার আলো' পত্রিকায় আমার নিম্নলিখিত জনগুরুত্বপূর্ণ প্রতিবেদনটি ছাপালে চিরকৃতজ্ঞ থাকব।
বিনীত
মোঃ শফিকুল ইসলাম,
শিবালয়, মানিকগঞ্জ
মশার উপদ্রবের প্রতিকার চাই
সম্প্রতি কখনও গরম ও কখনও বৃষ্টির কারণে পরিবেশ এক বিব্রতকর পরিস্থিতির মধ্য নিয়ে যাচ্ছে। এরই সাথে যুক্ত হয়েছে বেশ কয়েকটি অনুষঙ্গ। মশার উপদ্রব তার মধ্যে একটি। বসত-বাড়ির চারপাশে মশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগর ও শহর জীবন হয়ে উঠেছে অসহা। দিন ও রাতে মশার কামড়ে
শিবালয়বাসী অতিষ্ঠ। বিষয়টি এরকম যেন দিনেও মশারী টানিয়ে থাকতে হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানবিধ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন। জন জীবন হয়ে উঠেছে বিপর্যন্ত। এ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়ায় ভূগে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এখন প্রায় মহামারী রূপ ধারণ করেছে। অতএব, এটা এখনই বন্ধ করতে না পারলে তা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে স্থানীয় লোকজন বিশ্বাস করে। এ লক্ষ্যে কতিপয় বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে:
ক. ডোবা-নালা, ঝোপ-ঝাড়ে বন্ধ পানি বের করার ব্যবস্থা নিতে হবে।
খ. বাড়ির মেঝে পরিষ্কার রাখতে হবে।
গ. বসত বাড়ির আশ পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ঘ. মশারী টানিয়ে ঘুমাতে হবে এবং মশা নিরোধক Chemical ব্যবহার করতে হবে।
ঙ. ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে।
চ. স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
উপরিউক্ত পদক্ষেপ ছাড়াও অন্যান্য সহায়ক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
বিনীত
মোঃ শফিকুল ইসলাম
শিবালয়, মানিকগঞ্জ।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের সময় মনে করা হচ্ছে যে বাংলাদেশ জনমিতিক সুবিধা অর্জনের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে যা কি না ভারতে কমে যাচ্ছে এবং চীনে ঋণাত্মক। চাকুরী সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণের পদক্ষের ছাড়াও এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ উদ্বুদ্ধ, ফসল বৈচিত্রকরণ, অনানুষ্ঠানিক খাত চিহ্নিতকরণ, কারিগরি শিক্ষা, রপ্তানি বৈচিত্রকরণ এবং পরিকল্পিত নগরায়নে প্রতি গুরুত্ব আরোপ করে। এটা বিশ্বাস করা হয় যে, বাংলাদেশ মাঝারি ধরণের প্রবৃদ্ধি দিয়েও দ্রুত দারিদ্র্য দূর করতে সক্ষম এবং জিডিপি গুণগতভাবে বাড়লে অসমাত কমে আসবে।