Meghna Bank Ltd Recruitment Test for Management Trainee Officer Examination Held On : 28.10.217 || 2017

All

আর্থিক স্থিতিকে নিরাপত্তাবিধান করাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকারমূলক দায়িত্ব। বহির্মুখী বাজার উন্নয়নকে সহায়তা করার প্রতিনিয়তই আমরা আর্থিক খাতের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান, কাঠামো, আঞ্চলিক ও আন্ত জাতিক পর্যায়ে এর অনুশীলন ও পরিব্যাপ্তিকে উন্নত থেকে উন্নততর করছি। Basel II এর মূলধনী কাঠামোর বাস্তবায়ন, আর্থিক ঝুঁকির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানকে আরো সুদৃঢ় করেছে এবং Basel II কে অন্তর্ভূক্ত করার কাজ চলছে। প্রাথমিক অনুশীলনগুলি সম্পন্ন হবার পর Basel II এর প্রয়োজনীয় তারলা সম্পর্কিত নিয়মটি শিঘ্রই চালু হবে। আক্রম্যতা চিহ্নিত করা ও তা থেকে রক্ষা পাবার জন্য ব্যাংকগুলোতে বাধ্যতামূলকভাবে চাপ সহনীয়তার পরীক্ষা চালু হয়েছে।

ব্যাংকিং খাতে ঋণ খেলাপি সমস্যা সমাধানে পদক্ষেপসমুহ

ঋণ বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাতে খেলাপি করের পরিমাণ জনমই বেড়ে চে বিপরীতে নির্দিষ্ট হারে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকের প্রকৃত মুনাফারও ভাটা পড়েছে, যা ব্যাংকের উচ্চহারের সুদ নির্ধারণে তার মেলেছে। এ বাংলাদেশ ব্যাংকের সাবেক আগের মান বিতরণে অনি ও অব্যবস্থাপনার কারণেই মূলত খেলাপি ঋণ বাড়ছে। তিনি বলেন, ব্যাংকগুলোতে দুর্নীতি কমলো চেষ্টা থাকলে আনাও বাচ্চু। কিন্তু বাস্তবতা হচ্ছে, দুর্নীতি কমছে না। এজন্য কেন্দ্রীয় ব্যাংকরে আরও ভূমিকা পালন করার পরামর্শ নেন তিনি। রাজনৈতিক
অস্থিরতার ক্ষতি কাটাতে উদ্যোক্তাদের জন্য সরে শিথিল করায় গত বছরের ডিসেম্বর প্রাপ্তিকে খেলাপি ঋণের পরিমাণ অনেক কমে আসে। গত বছর প্রায় ২৫ হাজার টাকার বাণ পুনঃতফসিল হয় । 

ঋণ খেলাপির সংখ্যা কমিয়ে আনার জন্য নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করা যেতে পারেঃ 

  • বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তার CIB Systems কে আরো শক্তিশালী করে তা বাস্তবায়নের জন্য জোর সুপ করবে প্রত্যেক সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে।
  • ঋণ মঞ্জুরের ক্ষেত্রে প্রত্যেক ব্যাংক KYC Rules টি পুরোপুরিভাবে পালন করবে এবং এক্ষেত্রে একটি Monitoring committee থাকবে। 
  • রাজনৈতিক বিবেচনায় ক্ষণ প্রদানে ঝুঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করে তা ব্যাংকগুলোকে পালনের জন্য জোর তাগিদ দিতে হবে। 
  •  বড় বড় খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ঋণ মঞ্জুর ক্ষেত্রে খুব বেশি সতর্ক হতে হবে এবং এসকল ক্ষেত্রে বাহন। সুপারিশ পুরোপুরি অগ্রাহ্য করতে হবে ।
  • যেহেতু সরকারি ব্যাংকগুলোতে খেলাপি কাজের পরিমাণ সবচেয়ে বেশি, তাই Loss এ থাকা সরকারি বাণি ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেয়ার এখনই উত্তম সময়।
  •  সর্বোপরি, ঋণ খেলাপিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমেও এই খেলাপি ঋণের প্রবণতা কমিয়ে আনা সম্ভব।