Agrani Bank Ltd. Recruitment Test for Senior Officer (Auditor) Examination Held On: 19.01.2018 || 2018

All

মানবিক কূটনীতিতে বাংলাদেশের সাফল্য

মানবিক কূটনীতিতে বাংলাদেশের সাফল্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সুযোগ্য, মাদার অব হিউমিনিটি খ্যাত প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক সফলতা অর্জন করেছে যা সারা বিশ্বের জাতী সমৃদ্ধের নিকট দৃষ্টান্তসরূপ অর্জন। বহুল আলোচিত মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যা রোহিঙ্গা মুসলমানদের নিয়ে সৃষ্ট সংকট নিরসনে বাংলাদেশ সরকারের অবদানই বাংলাদেশকে মানবিক কূটনীতিতে সফলতা এনে দিয়েছে।

 মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ২১৬টি গ্রাম সম্পূর্ণভাবে অংস করা হয়েছে। এই সকল শতাংশ করেছে। বিশ্বরাইদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠনের তথ্যমতে মিয়ানমারের বাহার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করেছে। নির্ধ নির্যাতন এড়ানোর জন্য বাংলাদেশে অনুপ্রে করে। জাতিসংঘের তথ্যানুযায়ী, বাংলাদেশে সাড়ে হয় লক্ষাধিক রোহিঙ্গা প্রবেশ করে।

 বাংলাদেশের ভূমতে রোহিঙ্গ জনগোষ্ঠী অনুপ্রবেশের ফলে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য ১০ই সেপ্টেম্বর ২০১৭ সালে বাংলাদেশ কারালয়ের জননিরাপত্তা বিভাগে রোহিঙ্গা সেল গঠন করে। ১১ই সেপ্টেম্বর ২০১৭ তারিখ হতে রোহিঙ্গা সরার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়। 

রোহিঙ্গা সংকট নিরসনে ২২ সেপ্টেম্বর ২০১৭ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানের স্থায়ী ও দ্রুত উদ্যোগ গ্রহণে জাতিসংঘ এবং আন্ত জাতি সম্প্রদায়ের প্রতি আহলান জানান। এই লক্ষ্যে তিনি ৫টি প্রস্তাব পেশ করেন। এগুলো হলোঃ

 ০১. অনতিবিলম্বে ও চিরতরে মিয়ানমারের সহিংসতা নিঃশর্তে বন্ধ করা। 

০২. মিয়ানমারে জাতিসংঘের নিজস্ব অনুসন্ধান দল পাঠানো।

 ০৩. মিয়ানমারের ভেতরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষাবলয় গড়ে তোলা। 

০৪. রাখাইন রাজ্য থেকে তাড়িয়ে দেয়া সব রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজেদের বাড়িতে পুনর্বাসন নিশ্চিত করা। 

০৫. অতি অপস কমিশনের সুপারিশমালা নিঃশর্ত ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। 

আধুনিক যুগ যাকে মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি দ্বারা বিরোধিতা করা হয়েছিল তা ইতালিতে রেঁনেসা নামে শুরু হয়েছিল। প্রথম দিকে এটা পেট্রাউচের মতো বিখ্যাত কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু পনের শতাব্দীতে তা ইতালির অধিকাংশ শিক্ষিত মানুষের মধ্যে সন্ন্যাসী থেকে যাজকমণ্ডলীর মধ্যে ছড়িয়ে পড়ে। এটা ছিল অবশ্য মুক্তির জন্য একধাপ। এগুলো যেহেতু প্রাচীন কালে মানুষের মধ্যে মতবিরোধ ছিল এবং কোনটি অনুসরণ করা হবে তা একক কোনো ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করতো।