ধর্ম ও বিজ্ঞান।
জাতীয় সংহতি
ভারত ও বাংলাদেশ সম্পর্ক।
আমাদের জাতীয় বাজেট ও দারিদ্র্য বিমােচন কর্মসূচি।
আমি যদি জাতীয় সংসদের বিরােধী দলের নেতা/নেত্রী হতাম।
ইদানিংকালে অনেক মহিলাই কাট করেন।
প্রাণে ঐক্যতান বাজলে দুঃখ থাকে না ।
তিনি প্রভাতেই বাড়ি হইতে বাহির হয়েছেন।
পাঁচ সদস্য বিশিষ্ট মােদি আরবের শিক্ষামিশন ঢাকা সফরে এসেছেন।
নীরিহ অতিথি শুধু আসিৰ্বাদ চেয়েছিলেন।
সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত।
ভ্রান্তি কিছুতেই ঘুচে না।।
ব্যধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।
গফুরের এত - মাথা নাড়া ভাল লাগে নি।
মহেশ গফুরের – প্রিয় ছিল।
কন্যার – জন্যই সে কখনাে কলকারখানায় চাকরি নিতে চায় নি।
ছলের টাকা – যায়।
সে ছিল সরল – নারী।
প্রলুব্ধ করতেও – ছিলেন হাসান মামা।
যারা তাকে – করেছে, চাঁদপুরের মাজেদা তাদের ফাসি চায়।
নাটোরের রাণী ভবানীর দীঘিটি – মূল্যে বিক্রি করায় জোর প্রতিবাদ হয়েছে।
তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে ৪ দিনের – নেয়া হয়েছে।
লেজে গােবরে
রাখঢাক
গা ছাড়া ভাব
ঘাটের মড়া।
পেট পাতলা
আমড়া কাঠের টেকি।
কান পাতলা।
যা কাপছে
যে নিজেকে পণ্ডিত মনে করে
মাটি দিয়ে তৈরি
প্রায় মৃত
একই গুরুর শিষ্য
মুক্তি পেতে ইচ্ছুক।
কবিগান বলতে কী বুঝায়? চারটি বাক্যে উত্তর দিন।
কবি গােলাম মােস্তফার তিনটি গ্রন্থের নাম লিখুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির রচয়িতা কে?
বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্ববিষয়ক প্রস্তাব (২ খন্ড) এটি বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থ।
‘কাঁশবনের কন্যা' কোন জাতীয় রচনা এবং গ্রন্থটির রচয়িতা কে?
বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? তাঁর এ গ্রন্থের নাম লিখুন।
গফুর, মহিম ও মজিদ কোন উপন্যাসের/গল্পের চরিত্র?
মঙ্গলকাব্যকে এ নাম দেয়ার কারণ কী?
শেষের কবিতা'র তিনটি পর্ভুক্তি লিখুন।
নান্দাইল-এর ইউনুস’ টিভি নাটকে নাম ভূমিকায় কে অভিনয় করেন?
ফোর্ট উইলিয়াম কলেজ কখন, কেন ও কোথায় প্রতিষ্ঠিত হয়?