মেঘ না চাইতে জল
মেঘ না চাইতে জল (আশাতীত ফল) = চাইলাম পানি দিলে জল খাবার, এ যেন মেঘ না চাইতেই জল।
রুই – কাতলা
রুই-কাতলা (নেতৃস্থানীয় ব্যক্তি)= পুলিশ রুই-কাতলা না ধরে চুনুপুঁটিদের ধরে নিয়ে যাচ্ছে।
লেফাফা দুরস্ত
লেফাফা দুরস্ত (বাইরে পরিপাটি) = সিয়ামের লেফাফা দুরূষ্ক অবস্থা দেখে মেয়েটি রাজী হয়েছে, এখন সে কি দুরবস্থা।
সাক্ষীগোপাল
সাক্ষীগোপাল (নিষ্ক্রিয় দর্শক) = বড় ভাবীর হাতে সংসারের সমস্ত চাবি, তাই মা সাক্ষীগোপাল মাত্র।
হাটে হাঁড়ি ভাঙ্গা
হাটে হাঁড়ি ভাঙ্গা (গোপন কথা ফাঁস করা) = অনু আমাকে রাগালে আমি হাটে হাঁড়ি ভেঙ্গে দেব।
লাভ করার ইচ্ছা
লিপ্সা ।
অশ্বের ডাক
হ্রেষা
লাফিয়ে চলে যে
প্লবগ।
দমন করা যায় না যাকে
অদম্য।
যে জমিতে ফসল জন্মায় না
ঊষর।