অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ
ক্ষুধার্ত
ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
হিতৈষী
হিতৈষী = হিত + ঐষী
ভক্তি
ভক্তি = ভজ্ + তি
অল্পকাল বাস করে যে
অল্পকাল বাস করে যে = আগন্তুক।
উভয় হাত সমান চলে যার
উভয় হাত সমানতালে চলে যার = সব্যসাচী ।
উপস্থিত বুদ্ধি আছে যার
উপস্থিত বুদ্ধি আছে যার = প্রত্যুৎপন্নমতি।
যে নারীর স্বামী ও পুত্র নেই
যে নারীর স্বামী ও পুত্র নেই = অবীরা।
দর্শন শাস্ত্র জানেন যিনি
দর্শন শাস্ত্র জানেন যিনি = দার্শনিক।
তামার বিষ
তামার বিষ অর্থ অর্থের কু-প্রভাব। যেমনঃ নারায়ণের এখন মাটিতে পা পড়ে না। কারণ তাকে এখন তামার বিয়ে ধরেছে।
আঁধার ঘরের মানিক
আঁধার ঘরের মানিক অর্থ দুঃখীর একমাত্র অবলম্বন। যেমনঃ রহিমের ঘরে হাজেরা যেন আঁধার ঘরের মানিক হয়ে এলো।
কাছা ঢিলা
কাছা ঢিলা অর্থ অসাবধান। যেমনঃ জীবনের প্রতিটি ক্ষেত্রে কাছা ঢিলা হলে পদে পদে বিপদে পড়তে হয়।
কলির সন্ধ্যা
কলির সন্ধ্যা অর্থ দুঃখের সূচনা। যেমনঃ বিলাসীর জীবনে যেন কলির সন্ধ্যা নেমে এলো।
গো–বৈদ্য
গো-বৈদ্য অর্থ হাতুড়ে চিকিৎসক। যেমনঃ বড় অসুখ হলে গো-বৈদ্যের কাছে যেও না।
ইতিপূর্বে
ইতিপূর্বে = ইতঃপূর্বে
মমুর্ষু
মুমুর্ষু = মুমূর্ষু
সমিচীন
সমিচীন = সমীচীন
পিপিলিকা
পিপিলিকা = পিপীলিকা
সুষ্ঠ
সুষ্ঠ = সুষ্ঠু