তারিখঃ ০৫.০১.২০১৯
বরাবর
ব্যবস্থাপক
তিতাস গ্যাস লিমিটেড
নবাবগঞ্জ, ঢাকা।
বিষয়: বাড়িতে নতুন গ্যাস সংযোগ প্রদানের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার বাড়ি নবাবগঞ্জ জেলার শিমুলিয়ায়। আমার বাড়ির আশে পাশের বাড়িগুলোতে গ্যাস সংযোগ পেলেও আমি এখনও আমার বাড়িতে গ্যাস সংযোগ পাইনি। আমি নিয়মিত হোল্ডিং ট্যাক্স, পৌরকর, পয়কর ইত্যাদি সকল সরকারি কর নিয়মিত প্রদান করে আসছি।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে আমার বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে আমাকে বর্ধিত করিবেন।
নিবেদক
মোঃ সলিমুল্লাহ খান
বাসা নং ৪৮:৪
রোড নংঃ ৭
সেকশন ১১
নবাবগঞ্জ, ঢাকা-১২১৫।
ইতিহাস রচনা করেন যিনি
ইতিহাস রচনা করেন যিনি= ঐতিহাসিক।
আকাশে গমন করে যে
আকাশে গমন করে যে = খেচর।
অনেকের মধ্যে একজন
অনেকের মধ্যে একজন = অন্যতম।
উপকারীর উপকার স্বীকার করে না যে জন
উপকারীর উপকার স্বীকার করে না যে জন = অকৃতজ্ঞ ।