নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
1.

'আভরণ' শব্দের অর্থ কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

'আভরণ' শব্দের অর্থ = অলংকার।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
2.

নীলাম্বর' কোন সমাস?

Created: 3 months ago | Updated: 1 day ago

নীলাম্বর' = কর্মধারয় সমাস।

নিচের প্রশ্নগুলোর উত্তর দিনঃ
3.

রাজবন্দীর জবানবন্দী' কার ও কোন ধরনের রচনা?

Created: 3 months ago | Updated: 1 day ago

‘রাজবন্দীর জবানবন্দী’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
4.

এসব লোকগুলোকে আমি চিনি।

Created: 3 months ago | Updated: 6 days ago

এসব লোকগুলোকে আমি চিনি।

= এসব লোক আমি চিনি।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
5.

আমি অপমান হয়েছি।

Created: 3 months ago | Updated: 1 day ago

আমি অপমান হয়েছি। 

= আমি অপমানিত হয়েছি।

বানান, শব্দযোগ ও বিন্যাস, ভাষারীতি ইত্যাদি শুদ্ধ করে নিচের বাক্যগুলো পুনরায় লিখুনঃ
6.

ক্ষমা একটি মহান গুণ।

Created: 3 months ago | Updated: 1 day ago

ক্ষমা একটি মহান গুণ। 

= ক্ষমা একটি মহৎ গুণ।

সন্ধিবিচ্ছেদ করুন
7.

অন্বেষণ

Created: 3 months ago | Updated: 1 week ago

অন্বেষণ = অনু + এষণ

সন্ধিবিচ্ছেদ করুন
8.

প্রাতরাশ

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রাতরাশ = প্রাতঃ + আশ

সন্ধিবিচ্ছেদ করুন
9.

দ্যুলোক

Created: 3 months ago | Updated: 1 day ago

দ্যুলোক = দিব + লোক

এক কথায় প্রকাশ করুন:
10.

জয় করার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 6 days ago

জয় করার ইচ্ছা = জিগীষা

এক কথায় প্রকাশ করুন:
11.

ধনুকের ধ্বনি

Created: 3 months ago | Updated: 1 day ago

ধনুকের ধ্বনি = টঙ্কার

এক কথায় প্রকাশ করুন:
12.

যে নারীর হাসি সুন্দর

Created: 3 months ago | Updated: 6 days ago

যে নারীর হাসি সুন্দর = সুস্মিত

                                                                                            ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন'

রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব আয় আবশ্যক। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রতি বছর সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করে। এবছরও এই মেলার আয়োজন করা হয়। আয়কর তথ্য অনুযায়ী বর্তমানে সারা দেশে ৩৫ লাখ মানুষের আয়কর সনাক্তকারী নম্বর রয়েছে। এদের মধ্যে আয়কর দাখিল করে ২০ লাখ লোক। আগামী ২ বছরে এই সংখ্যা বাড়িয়ে ৩৫ লাখ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এবছর জাতীয় রাজস্ব বোর্ডকে ১ লাখ ৭১৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। বিদায়ী সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ৭৭ হাজার ৭৩৬ কোটি টাকা। এখন একটি রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য হ্রাসে জনগণের আয় কর প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে দেশের টাকা জিডিপি অনুপাতে যত বেশি, সেই দেশ তত উন্নত। কাজেই আয়কর এর পরিমাণ বাড়ানোর জন্য এই জাতীয় রাজস্ব বোর্ড এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই করের আওতাবৃদ্ধির জন্য তাদের আরো ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। কারণ সরকারের আয়ের প্রধান উৎস হলো জাতীয় রাজস্ব বোর্ড। এখন এই প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ যত বাড়বে সরকারের আয়ের পরিমাণও তত বাড়বে এবং দেশ উন্নত হতে থাকবে।

Related Sub Categories