নিজেকে জানো
Know thyself (নিজেকে জানো) উক্তিটি করেছেন বিখ্যাত দার্শনিক সক্রেটিস। অন্যকে বা পৃথিবীকে জানতে হলে অবশ্যই নিজেকে জানতে হবে। নিজেকে জানা বলতে বুঝানো হচ্ছে নিজের ভিতরের সুকুমার বৃত্তিগুলোকে জানা ও সঠিকভাবে ব্যবহার করা এবং মন্দ দিকগুলোকে পরিহার করা। প্রত্যেক মানুষের মধ্যে মহান আল্লাহ্ পাক অপার সম্ভাবনার ক্ষেত্র তৈরী করে রেখেছেন। সেই ক্ষেত্রকে সবদিক থেকে বিকশিত করাই হলো নিজেকে জানা ও চেনা। নিজের মধ্যে লুকিয়ে থাকা হাজার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা হাজারো প্রতিভাকে জাগ্রত করতে হবে। যখন নিজেকে ভালোমতো জানা হবে তখন সহজেই আপনি আপনার খারাপ দিকগুলোকে পরিহার করতে পারবেন। দেশ ও সমাজের উন্নয়নের জন্য একজন সঠিক মানুষের অনেক ভূমিকা থাকে। আর একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে নিজেকে জানাটা খুবই জরুরী।
‘এর উপায় কি’ নাটকটির রচয়িতা কে?
‘এর উপায় কি' নাটকটির রচয়িতা মীর মশাররফ হোসেন।
‘সুবজপত্র’ পত্রিকার সম্পাদকের নাম কী?‘
'সবুজপত্র' পত্রিকার সম্পাদকের নাম প্রমথ চৌধুরী।
'সোনার তরী’ রবীণ্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের নাম কবিতা?
'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা ।
সন্ধি বিচ্ছেদ করুন ‘আশ্চর্য’
‘আশ্চর্য’ = আ + চর্য।
অভিসারী এক স্ত্রীবাচক শব্দ লিখুন।
অভিসারী এর স্ত্রীবাচক শব্দ হলো অভিসারিণী ।
‘স্মৃতিসৌধ’ এর ব্যাসবাক্যসহ সমাস লিখুন।
মধ্যপদলোপী কর্মধারয় (স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ)।
মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে বলে?
মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে।
প্রত্যক্ষ উক্তি আগামীকাল পরোক্ষ উক্তিতে কি হয়?
প্রত্যক্ষ উক্তি আগামীকাল পরোক্ষ উক্তিতে পরের দিন হয়।
দর্শন, মধুর, তরল, তিক্ততা শব্দগুলোর মধ্যে কোনটি গুণবাচক বিশেষ্য?
তিক্ততা শব্দটি গুণবাচক বিশেষ্য।
১২, দ্বাদশ, বারো, বারোই এর মধ্যে কোনটি গণনাবাচক শব্দ?
বারো শব্দটি গণনাবাচক শব্দ
পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশ সমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ দেশে দুর্যোগ সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৭০, ১৯৯১ এর ঘূর্ণিষড়, ২০০৭ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ এর ঘূর্ণিঝড় আইলা, ২০১৩ এর মহাসেন এবং ১৯৮৮, ১৯৯৮, ২০০৪ এবং ২০০৭ সালের ভয়াবহ বন্যা। দেশের জনগণের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ উত্তর পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের অন্যতম ‘ভিশন' হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার সার্বিক সক্ষমতা শক্তিশালী করণের মাধ্যমে জনগণ বিশেষ করে দারিদ্র ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস এবং বড় মাত্রার দুর্যোগ মোকাবেলায় সক্ষম একটি জরুরি সাড়া প্রদান পদ্ধতি প্রতিষ্ঠা করার পাশাপাশি একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা ।
দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপ/ব্যবস্থাঃ
ক. প্রস্তুতিমূলক পদক্ষেপ/ব্যবস্থাঃ
খ. আইন, নীতি, বিধি ও চুক্তি সংক্রান্ত পদক্ষেপ/ব্যবস্থাঃ
দুর্যোগ পূর্ববর্তী সতর্ককরণ সংকেত এবং জরুরি সাড়া প্রদান কার্যক্রমসমূহ
৬৪টি জেলা এবং ৪৮৫টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অত্যাধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র (ডিএমআইসি) স্থাপন করা হয়েছে। এখানে ওয়েববেজড এপলিকেশনের মাধ্যমে দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সেবা পাওয়া যাবে। যেমনঃ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের তথ্য, দুর্যোগের ঝুঁকি মানচিত্র, ঘূর্ণিঝড়ের ও জলোচ্ছ্বাসের সম্ভাব্য প্লাবিত এলাকার মানচিত্র, সিপিপি স্বেচ্ছাসেবকদের ডাটাবেজ ও লাইব্রেরি ইত্যাদি তথ্য সেবা অনলাইনে
পাওয়ার ব্যবস্থা আছে ।