এক কথায় উত্তর দিনঃ
1.

'গীতাগোবিন্দ' এর রচয়িতা কে?

Created: 6 months ago | Updated: 1 day ago

গীতাগোবিন্দ এর রচয়িতা গোবিন্দদাস।

এক কথায় উত্তর দিনঃ
2.

'চর্যাপদ' কোন ছন্দে লিখা?

Created: 6 months ago | Updated: 1 day ago

চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভব নয়। আধুনিক ছন্দের বিচারে এই পদগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

Created: 6 months ago | Updated: 1 day ago

‘একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়।

Created: 6 months ago | Updated: 1 day ago

কাজী নজরুল ইসলামের ছদ্ম নাম নুরু; নুরুল ইসলাম ।

Created: 6 months ago | Updated: 1 day ago

‘নিষ্ঠা” শব্দের সন্ধি বিচ্ছেদ হলো- নিঃ + ঠা

Created: 6 months ago | Updated: 3 days ago

সিংহাসন = সিংহ চিহ্নিত আসন (মধ্যপদলোপী কর্মধারয়)।

এক কথায় উত্তর দিনঃ
7.

'লালসালু' কোন ধরনের উপন্যাস?

Created: 6 months ago | Updated: 1 week ago

'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি সামাজিক উপন্যাস। ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।

এক কথায় উত্তর দিনঃ
8.

'মুসাফির' কোন ভাষার শব্দ?

Created: 6 months ago | Updated: 2 days ago

‘মুসাফির' আরবি ভাষার শব্দ।

এক কথায় উত্তর দিনঃ
9.

সংশয় এর বিপরীত শব্দ কী?

Created: 6 months ago | Updated: 1 week ago

‘সংশয় – এর বিপরীত শব্দ প্রত্যয়।

Created: 6 months ago | Updated: 1 week ago

“ছাদ থেকে চাঁদ দেখা যায়” এর “ছাদ থেকে” অধিকরণে সপ্তমী বিভক্তি।

১১-১২-২০২১
বরাবর 
ব্যবস্থাপনা পরিচালক 
কর্মসংস্থান ব্যাংক 
প্রধান কার্যালয়, ঢাকা-১১০০।

বিষয়ঃ খেলাপি ঋণের সুদ মওকুফের জন্য আবেদন। 

জনাব, 

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক, আমি নিম্নস্বাক্ষরকারী, ২০১২ সাল থেকে ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে কর্মসংস্থান ব্যাংকের সাথে যুক্ত। আমার ব্যবসায়িক সাফল্যর পেছনে কর্মসংস্থান ব্যাংকের কারওয়ান বাজার শাখার ভূমিকা অপরিসীম। ২০১৯ সালে আমি কর্মসংস্থান ব্যাংকের 'New Employment Scheme' এর আওতায় আমি ১০ (দশ) লক্ষ টাকা ঋণ নেই। এই ঋণের সমস্ত টাকা আমি আমার ব্যবসায় খাটাই। কিন্তু কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুতেই আমার ব্যবসায় ধস নামা শুরু করে। এমতঅবস্থায় আমি আমার ঋণের টাকাই ফেরত দিতে হিমশিম খাচ্ছি। তাই অপারেশন পরিপত্র নং ০১/২০১৮ এর আওতায় আমার খেলাপিকৃত ঋণের সুদ মওকুফ অত্যন্ত জরুরি। 

অতএব, আপনার নিকট আমার বিনীত আবেদন এই যে আমার খেলাপিকৃত ঋণ সুদ মওকুফ করে আমার ব্যবসায়িক পথ সুগমের জন্য আপনার মর্জি হয়। 

বিনীত নিবেদক 
প্রণয় 
মালিক 
হক ট্রেডার্স, ঢাকা।