স্বরবর্ণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ = ১১টি।
বরাবর
কর্তৃপক্ষ,
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার শাখার একজন অফিতা কর্মকর্তা। আগামী ২৪/০১/২০১৩ ইং তারিখে আমার ছোট বোনের নিয়ে। বিয়ের সকল আয়োজনের দায়িত্ব আমাকেই পালন করতে হবে। তাই ২৪-২৬ জানুয়ারি ২০২৩ ইং পর্যন্ত আমি অফিসে উপস্থিত থাকতে পারবো না।
অতএব, আপনার নিকট আকুল আবেদন, উল্লেখিত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক
মো. সোলাইমান হোসেন
অফিস কর্মকর্তা
গোপন করার ইচ্ছা
জুগুপ্সা
মাথা পেতে লওয়ার যোগ্য
শিরোধার্য