মানুষ যখন নিচু অবস্থান থেকে উঁচু অবস্থানে উন্নীত হয় তখন সে স্বভাবতই ভুলে যায় তার অতীতকে। এ ধরনের মানুষ তার অতীতকে স্বীকার তো করেই না ডাকে অবহেলা করে। সে যায় তার আপন অস্তিত্বকে, আপন উত্থানের শক্তিকে। এ ধরনের মানসিকতা কোনো সমাজেই কাম্য নয়।
কাজ সম্পাদনের পথে অনেক অসুবিধা হতে পারে। কিন্তু অধ্যবসায়ী একজন মানুষ কখনোই এতে নিরুতসাহিত হন না। সে চেষ্টা ডালিয়ে যায় যতক্ষণ না সে তার সফলতা পায়। বারবার চেষ্টা ছাড়া কোনো মহৎ কাজ সম্পন্ন করা যায় না। অধ্যবসায় আমাদের শেখায়। কীভাবে এই অসুবিধাগুলির সাথে লড়াই করতে হয়।
সশুড়
শ্বশুর
দিপাবলী
দীপাবলি
সংস্রব
সংশ্রব
অকালপক্ক
অকালপক্ব
যক্ষা
যক্ষ্মা
সাপের খোলস
নির্মোক
চৈত্রমাসের ফসল
চৈতালি
যা পূর্বে শোনা যায়নি
অশ্রুতপূর্ব
যে বিষয়ে কোনো বিতর্ক নেই
অবিসংবাদী
প্রশংসার যোগ্য
প্রশংসা