গলগ্রহ
'গলগ্রহ' বাগধারা হবে অকারণে অন্যের বোঝা হয়ে থাকা। ফটিক বোঝাতে পারলো যে সে কারো গলগ্রহ নয়।
খন্ড প্রলয়
খন্ড প্রলয়-(তুমুল কান্ড) -তুচ্ছ বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে খন্ড প্রলয় বেধে গেল।
বর্ণচোরা
কপটচারী
ভূষণ্ডির কাক
দীর্ঘজীবী
মিছরির ছুরি
মুখে মধু অন্তরে বিষ
বারি
জল, সলিল
নরপতি
রাজা, নৃপতি
আদ্রি
নোট: অদ্রি শব্দের সমার্থক শব্দ পর্বত, গিরি, পাহাড়, ভূধর, শৈল, অচল
ভুজ
ভুজ= হাত, কর, বাহু, পাণি,
ভুজঙ্গ
ভূজঙ্গ= সাপ, অহি, , নাগ।
মুমুর্ষ
মুমূর্ষু
আনুসাংগিক
আনুষঙ্গিক
মূর্ধন্য
শুদ্ধ বানান - মূর্ধন্য। যার মানে - মূর্ধা স্পর্শ করে উচ্চার্য।
যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণকালে জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধাটি স্পর্শ করে বা তার কাছে নিকটবর্তী হয় সেগুলোকে মূর্ধন্য বা প্রতিবেষ্টিত ব্যঞ্জনধ্বনি বলা হয়।
সাচ্ছন্দ্য
স্বাচ্ছন্দ্য
বহুব্রিহি
বহুব্রীহি
পাঁশশিকা
পাঁশশিকা = পাঁচ+সিকা
ছোড়দা
ছোট+দা= ছোড়দা
নদ্যম্বু
নদী + অম্বু
ক্ষুৎপিপাসা
ক্ষুধ+ পিপাসা
উদ্বোধন
উৎ+বোধন= উদ্বোধন