ইতর বিশেষ
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ পার্থক্য । 'ঝাঁকের কৈ' বাগধারার অর্থ একই দলের লোক ।
টাকার গরম
টাকার গরম (সম্পদের অহংকার) টাকার গরম বেশি দিন টেকে না।
ডুব মারা
ডুব মারা এর বাগধারা হলো আত্ম গোপন করা
নয়ছয়
নয়ছয় বাগধারাটির অর্থ = অপচয়
ননীর পুতুল
ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ
ভেজাল
ভেজাল = খাঁটি
বেনামে
বেনামে = নামে
দামী
সস্তা
কোমল
কর্কশ
আচার
আচার = অনাচার
তম্বী
তন্বী সন্ধি বিচ্ছেদ হলো - তনু + ঈ = তন্বী
প্রত্যেক
প্রত্যেক সন্ধি বিচ্ছেদ হলো প্রতি+এক
শীতার্ত
"শীতার্ত" এর সন্ধি বিচ্ছেদ হলো - শীত + ঋত
গবেষণা
গবেষণা এর সন্ধি বিচ্ছেদ হল গো + এষণা।
আবিষ্কার
আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ হল আবিঃ+কার
আদি থেকে অন্ত পর্যন্ত
আদ্যন্ত
জায়া ও পতি
দম্পতি
কম কথা বলে যে
মিতভাষী
নষ্ট হয়ে যায় যা
নশ্বর
কোন উপকারে লাগে না যে গাছ
আগাছা