a+b+c=15 হলে এবং a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ac এর মান কত?
x - y = 2 এবং xy=24 হলে (x+y) এর মান কত?
9x2 - 9x-4
9x^2-9x-4
9x^2+3x-12x-4
3x(3x+1)-4(3x+1)
(3x+1)(3x-4) (Ans)
x2 + 2x-15
রমিজ সাহেব ব্যাংকে ৫০০ টাকা জমা রাখলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক হতে টাকা উঠাবেন না। বার্ষিক মুনাফা ১২% হলে ৬ বছর পর তিনি কত মুনাফা পাবেন? মুনাফাসহ আসল কত?
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির গ্রন্থ 8 মিটার কম হতো তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?
একটি বইয়ের বাজার মূল্য ২৪ টাকা, যা বইটি প্রকাশের ব্যয়ের ৮০%। বইটি প্রকাশের অবশিষ্ট ব্যয় ভর্তুকি দেয়া হয়। প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়া হয়?