সন্ধি
সম্+ধি = সন্ধি
শিরচ্ছেদ
শিরঃ+ছেদ
কৃষ্টি
কৃষ্+তি = কৃষ্টি
শীতার্ত
শীত+ঋত = শীতার্ত
ভাস্কর
ভাঃ+কর= ভাস্কর
হজযাত্রা
হজের জন্য যাত্রা = হজযাত্রা। এটি চতুর্থী তৎপুরুষ সমাস।
শতাব্দী
শতাব্দী” দ্বিগু সমাস। শত অব্দের সমাহার = শতাব্দী।
সহোদর
বহুব্রীহি সমাসে 'সমান' শব্দের স্থানে 'স' এবং 'সহ' হয়। যেমন: সমান কর্মী যে= সহকর্মী, সমান বর্ণ যার= সমবর্ণ, সমান উদর যার= সহোদর।
ন্যায়সঙ্গত
ন্যায় দ্বারা সঙ্গত। ৩য়া তৎপুরুষ
পুরুষ সিংহ
'সিংহপুরুষ ' উপমিত কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য - পুরুষ সিংহের ন্যায় ।
মুমুর্ষ
মুমুর্ষ= মুমূর্ষু
নুন্যতমো
নুন্যতমো এর শুদ্ধরূপ ন্যূনতম
অশাধারন
অশাধারন এর শুদ্ধরূপ অসাধারণ
মরিচিকা
মরিচিকা এর শুদ্ধরূপ মরীচিকা
মৎস্যজিবি
মৎস্যজীবী
সৌম্য
সৌম্য এর বিপরীত উগ্র
উৎকর্ষ
উৎকর্ষ এর বিপরীত অপকর্ষ
প্রায়শ
প্রায়শ এর বিপরীত কদাচিৎ
পবিত্র
পবিত্র এর বিপরীত অপবিত্র
অবতরণ
অবতরণ এর বিপরীত উত্তরণ