দিগন্ত
দিক্+অন্ত=দিগন্ত।(ক্+অ=গ) সূত্রে সন্ধি সাধিত হয়।
স্বাগত
সু+আগত=স্বাগত।(উ+আ=ব+আ) সূত্রে সন্ধিটি সাধিত হয়।
জনৈক
জন+এক=জনৈক।(অ+এ=ঐ) সূত্রে সন্ধিটি সাধিত হয়েছে।
প্রতীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হলো: প্রতি + ঈক্ষা।
প্রতি + ঈক্ষা = প্রতীক্ষা
অত্যুক্তি
অত্যুক্তি = অতি + উক্তি
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা
আপনাকে কেন্দ্র করে যার চিন্তা = আত্বকেন্দ্রিক।
বিশ্বজনের হিতকর
বিশ্বজনের জন্য হিতকর = বিশ্বজনীন
যা দমন করা যায় না
যা দমন করা যায় না = অদম্য
যার কোন উপায় নেই
যার কোন উপায় নেই = নিরুপায়
যিনি প্রথম পথ দেখান
যিনি প্রথম পথ দেখান = পথিকৃৎ
আট কপালে
আট কপালে = হতভাগ্য।আট কপালে লোকের ভাগ্যে চাকরি জোটা মুশকিল।
উজানের কৈ
উজানের কৈ = সহজলভ্য। সে গরীব হতে পারে তাই বলে সে উজানের কৈ নয়।
ইঁদুর কপালে
ইঁদুর কপালে= মন্দ ভাগ্য। এতো কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আসলেই একটা ইঁদুর কপালে।
টনক নড়া
টনক নড়া = সজাগ হওয়া।পরীক্ষায় ফেল করে তার এবার টনক নড়ল।
সাতকাহন
সাতকাহন=প্রচুর পরিমাণ
স্মার্ট বাংলাদেশ
"স্মার্ট বাংলাদেশ" একটি প্রযুক্তি উন্নত বাংলাদেশের উদ্দীপক বিচারধারা, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত সুবিধাসমূহ অনুসরণ করে।
এটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির মাধ্যমে দেশটি বিশ্ব মডেল ভারতের অংশীদার হতে সাহায্য করতে মানুষের সংকল্পনা বিকাশ করে।
স্মার্ট বাংলাদেশে অগ্রগতির লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গবেষণা ও উন্নত প্রযুক্তির সাথে সংবিধান মডার্নাইজেশন ইত্যাদি ক্ষেত্রে।
স্মার্ট বাংলাদেশে দেশের সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রায়শই ব্যবহারকারী সংস্থা মডার্ন প্রযুক্তির মাধ্যমে সক্ষম হওয়ার চেষ্টা করছে।
স্মার্ট সিটিস, ডিজিটাল শিক্ষা, ই-গভর্ন্মেন্ট, বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পাঠশালা ইত্যাদি প্রকল্পগুলি এই প্রযুক্তির অনুসরণ করে এগিয়ে যাচ্ছে।