আমড়া কাঠের ঢেঁকি
অপদার্থ– তোমাকে বললাম একটা কর্মঠ ছেলে এনে দিতে, আর তুমি এনে দিলে একটা আমড়া কাঠের ঢেঁকি।
বর্ণচোরা
যার স্বরূপ বোঝা যায় না - রহিম সাহেব একজন বর্ণচোরা মানুষ।
হাতটান
চুরির অভ্যাস - ছেলেটির হাত টান অভ্যাস আর গেল না
শিবরাত্রির সলতে
একমাত্র অবলম্বন - বিধবা মায়ের ছেলেটি একমাত্র অবলম্বন।
কাপুড়ে বাবু
কাপুড়ে বাবু = ভণ্ড।
যেমন: জনাব রফিক সাহেব কে বিশ্বাস করো না, সে একজন কাপুড়ে বাবু।
অন্য ভাষায় অনুবাদ
অন্য ভাষায় অনুবাদ= অনুদিত
একই সময়ে
একই সময়ে= যুগপৎ
যা দমন করা যায় না
যা দমন করা যায় না = অদম্য
জয় করার ইচ্ছা
করার ইচ্ছা - চিকীর্ষা,
জয় করার ইচ্ছা - জিগীষা,
রমণ বা সঙ্গমের ইচ্ছা - রিরংসা।
উপকারির অপকার করে যে
উপকারির অপকার করে যে = কৃতঘ্ন
পর্যন্ত
পর্যন্ত = পরি + অন্ত
নির্মাণ
নির্মাণ = নিঃ+মান
মহৌষধ
মহৌষধ = মহা + ওষধি
উল্লাস
উল্লাস = উৎ + লাস
পিত্রালয়
পিত্রালয় = পিতৃ + আলয়।
দুষনীয়
দুষনীয় = দূষণীয়
উৎকর্ষতা
উৎকর্ষতা = উৎকর্ষ।
নিশব্দ
নিশব্দ = নিঃশব্দ।
মরুদ্দান
মরুদ্দান = মরুদ্যান
গর্ভধারিনি
গর্ভধারিনি = গর্ভধারিনী।