জনপ্রশাসন মন্ত্রণালয় || অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (23-09-2023) || 2023

All

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
1.

সমাসের রীতি কোথা থেকে বাংলায় এসেছে?

Created: 3 months ago | Updated: 7 hours ago

সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। 

Created: 3 months ago | Updated: 7 hours ago

সেমিকোলন- ১ বলার দ্বিগুণ; দাড়ি - ১ সেকেন্ড 

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
3.

'file' এবং 'post graduate' এর পারিভাষিক প্রতিশব্দ লিখুন।

Created: 3 months ago | Updated: 7 hours ago

File = নথি; Post graduate = স্নাতকোত্তর

Created: 3 months ago | Updated: 7 hours ago

রশিদ বললেন যে তার ভাই গতকাল ঢাকা যা‌চ্ছেন।

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
5.

'তুলা' এবং 'পড়িল' শব্দ দুটিকে চলিত রীতিতে লিখুন।

Created: 3 months ago | Updated: 7 hours ago

তুলা - তুলো

পড়িল- পড়লো

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
6.

'বীরবল' ছদ্মনামটি কার?

Created: 3 months ago | Updated: 6 hours ago

প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল 

Created: 3 months ago | Updated: 7 hours ago

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় ১৮০১ সালে

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
8.

'কবর' নাটকটির পটভূমি কি ছিলো?

Created: 3 months ago | Updated: 7 hours ago

'কবর' নাটকটির পটভূমি ছিলো বায়ান্নের ভাষা আন্দোলন

Created: 3 months ago | Updated: 7 hours ago

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শনের মূল নাম চর্যাপদ 

নিম্নের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
10.

সনেটে দুটি অংশ কি কি নামে পরিচিত ?

Created: 3 months ago | Updated: 7 hours ago

সনেটে দুটি অংশের নাম অষ্টক ও ঘটক 

সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
11.

সঞ্চিতা

Created: 3 months ago | Updated: 7 hours ago

সঞ্চিতা - কাজী নজরুল ইসলাম 

সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
12.

অপরাজিত

Created: 3 months ago | Updated: 7 hours ago

অপরাজিত - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
13.

পূর্বাভাস

Created: 3 months ago | Updated: 7 hours ago

পূর্বাভাস - সুকান্ত ভট্টাচার্য

সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
14.

একাত্তরের দিনগুলি

Created: 3 months ago | Updated: 7 hours ago

একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম 

সাহিত্যকর্মগুলোর রচয়িতার নাম লিখুন:
15.

ব্যাকরণ কৌমুদী

Created: 3 months ago | Updated: 7 hours ago

ব্যাকরণ কৌমুদী - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুনঃ
16.

ছকড়া নকড়া

Created: 3 months ago | Updated: 7 hours ago

ছকড়া নকড়া = সস্তা দর ১১০

অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুনঃ
17.

ডাকা বুকো

Created: 3 months ago | Updated: 7 hours ago

ডাকা বুকো = নির্ভীক / দুরন্ত ৯৮

অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুনঃ
18.

নেই আঁকড়া

Created: 3 months ago | Updated: 7 hours ago

নেই আঁকড়া = একগুঁয়ে স্বভাবের ৯৯

অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুনঃ
19.

ইতরবিশেষ

Created: 3 months ago | Updated: 2 days ago

ইতরবিশেষ= পার্থক্য 
 

অর্থ উল্লেখ করে বাক্য রচনা করুনঃ
20.

ঝড়ো কাক 

Created: 3 months ago | Updated: 1 day ago

ঝড়ো কাক = বিপর্যস্ত 

মেট্রোরেল

মেট্রোরেল প্রকল্পটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অধীনে রাজধানী ঢাকায় তীব্র যানজট ও যানজট নিরসনের জন্য একটি সময়োপযোগী এবং যুগান্তকারী প্রকল্প। রাজধানী ঢাকার প্রায় দেড় কোটি জনসংখ্যার বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে মেট্রোরেলের মতো গণপরিবহন একটি কার্যকর বিকল্প ব্যবস্থা হতে পারে। মেট্রোরেল একটি বৈদ্যুতিক যান। উড়াল রোডে বিছানো রেললাইনের উপর দিয়ে আরো আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ট্রেন চলাচল করবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য হবে ২০ দশমিক ০১ কিলোমিটার। দীর্ঘ এই রুটে ১৬টি স্টেশন থাকবে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করেন। এর মধ্যে প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন থাকবে। প্রতিটি ট্রেনে ৬টি করে বগি থাকবে। প্রতিটি কক্ষ হবে প্রশস্ত এবং শীতাতপ নিয়ন্ত্রিত। যাত্রীদের জন্য আরামদায়ক আসন থাকবে। নারীদের জন্য থাকবে বিশেষায়িত বগি। উত্তরা-মতিঝিল রুটে চলবে ১৪টি ট্রেন। প্রতিটি ট্রেনে ৯৪২ জন বসার যাত্রী এবং ৫৭৪ জন দাঁড়ানো যাত্রী বহন করতে পারে। ট্রেনটি ঘন্টায় ৩২ কিমি বেগে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে 38 মিনিট সময় নেয়। যাত্রীরা স্বয়ংক্রিয় কার্ডের মাধ্যমে মেশিনে ভাড়া পরিশোধ করবেন। ভাড়া সর্বোচ্চ নির্ধারিত হয়েছে সর্বনিম্ন ২০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা। মেট্রোরেল প্রকল্পের সম্ভাব্য সমাপ্তি ২০২৫ সাল।

Related Sub Categories