'রিক্সা' এবং 'পাউরুটি' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
রিক্সা জাপানি ভাষার শব্দ।
পাউরুটি শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ।
দু'টি নাসিক্য বর্ণের উদাহরণ লিখুন।
বর্তমান বাংলা ভাষায় তিনটি নাসিক্য ধ্বনিমূলগুলো আছেঃ "ঙ", "ন", ও "ম"।
"আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম” – এখানে ক্রিয়া পদটির কাল কী?
"আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম” – এখানে ক্রিয়া পদটি নিত্যবিত্ত অতিত ।
'আবির্ভাব' এবং 'সঞ্চয়' শব্দ দুটির বিপরীতার্থক শব্দ কী কী?
আর্বিভাব-তিরোভাব
সঞ্চয় - অপচয়
উপকারীর উপকার স্বীকার করে যে- এক কথায় কী হবে?
উপকারীর উপকার স্বীকার করে যে–কৃতজ্ঞ
একাত্তরের দিনগুলি
একাত্তরের দিনগুলি–জাহানারা ইমাম
প্রবোধ প্রভাকর
প্রবোধ প্রভাকর– ঈশ্বরচন্দ্র গুপ্ত
পরিণীতা
পরিণীতা–শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সভ্যতার সংকট
সভ্যতার সংকট– রবীন্দ্রনাথ ঠাকুর
বাম্পার নদী গ্রেনেড
হাঙর নদী গ্রেনেড– সেলিনা হোসেন
নূন্যতম
নূন্যতম–ন্যূনতম
ঐক্যমত
ঐক্যমত–ঐকমত্য
সমীচিন
সমীচিন– সমীচীন
দৈন্যতা
দৈন্যতা– দীনতা
মুখস্ত
মুখস্ত– মুখস্থ
ইত্যাদি
ইতি+আদি= ইত্যাদি
ষড়ঋতু
ষট্+ঋতু= ষড়ঋতু
সম্মান
সম্+মান= সম্মান
অনেক
অন+এক= অনেক
সিংহাসন
সিংহ+আসন= সিংহাসন