ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) || গাড়ি চালক/অফিস সহায়ক (30-09-2023) || 2023

All

বাংলা সাহিত্যে বিশ্ব কবি হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর

রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম

১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।

২। বঙ্গবন্ধুর বাবা নাম শেখ লুৎফুর রহমান, তিনি গোপালগঞ্জ দায়রা আদালতের হিসাব সংরক্ষণকারী ছিলেন।

৩। বঙ্গবন্ধুর মায়ের নাম শেখ সায়েরা খাতুন।

৪। বঙ্গবন্ধুরা চার বোন ও ২ ভাই ছিলেন, ৬ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

৫। বঙ্গবন্ধুর নানা তার নাম রাখেন "শেখ মুজিবুর রহমান"।

অর্থসহ বাক্য গঠন করুন
4.

আমড়া কাঠের ঢেঁকি

Created: 3 months ago | Updated: 1 day ago

আমরা কাঠের ঢেঁকি = (অপদার্থ) তোমার মত আমরা কাটি দিয়ে কিছু হবে না

অর্থসহ বাক্য গঠন করুন
5.

জিলাপীর প্যাঁচ

Created: 3 months ago | Updated: 1 day ago

জিলাপীর প্যাঁচ = (কুটিলতা) ওর কথা বিশ্বাস করো না, বাইরে ওকে ভাল মানুষের মতো দেখালেও পেটের ভিতর ওর জিলাপীর প্যাঁচ

অর্থসহ বাক্য গঠন করুন
6.

বসন্তের কোকিল

Created: 3 months ago | Updated: 21 hours ago

বসন্তের কোকিল = ( সুসময়ের বন্ধু) সুসময়ে বসন্তের কোকিলরা চারদিকে এসে জন করতে থাকে

এক কথায় প্রকাশ করুনঃ
7.

যুদ্ধ করে যে

Created: 3 months ago | Updated: 16 hours ago

যুদ্ধ করে যে = যোদ্ধা

এক কথায় প্রকাশ করুনঃ
8.

আকাশে উড়ে যে

Created: 3 months ago | Updated: 17 hours ago

আকাশে উড়ে যে = খেচর

এক কথায় প্রকাশ করুনঃ
9.

সহজে ভাঙ্গে যা

Created: 3 months ago | Updated: 2 days ago

সহজে ভাঙ্গে যা = ভঙ্গুর

Related Sub Categories