বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ || সহকারী পরিচালক / সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (04-11-2023) || 2023

All

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
1.

'বাংলা ছাড়ো' কবিতাটির রচয়িতা কে?

Created: 8 months ago | Updated: 8 hours ago

'বাংলা ছাড়ো' কবিতাটির রচয়িতা সিকান্দার আবু জাফর

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
2.

মহাকবি আলাওল কোন যুগের কবি ছিলেন?

Created: 8 months ago | Updated: 9 hours ago

মহাকবি আলাওল মধ্যযুগের কবি ছিলেন 

Created: 8 months ago | Updated: 9 hours ago

'এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়' পক্তিটির কবি হেলাল হাফিজ

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
4.

কোন কালের অনুজ্ঞা হয় না?

Created: 8 months ago | Updated: 8 hours ago

অতীত কালের অনুজ্ঞা হয় না

Created: 8 months ago | Updated: 11 hours ago

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে  জটিল বাক্যের বাক্যের উদাহরণ  

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
6.

'অগ্নিসমুদ্র' বাক্যটির সঠিক ব্যাসবাক্য কী?

Created: 8 months ago | Updated: 9 hours ago

'অগ্নিসমুদ্র' বাক্যটির সঠিক ব্যাসবাক্য অগ্নি রূপ সমুদ্র

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
7.

তোমার নাম কী? এখানে 'কী' কোন প্রকারের পদ?

Created: 8 months ago | Updated: 7 hours ago

তোমার নাম কী? এখানে 'কী'  সর্বনাম পদ

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
8.

'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ কী? 

Created: 8 months ago | Updated: 9 hours ago

'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
9.

'আকাশ ও পৃথিবী' এক কথায় কী বলে?

Created: 8 months ago | Updated: 1 day ago

'আকাশ ও পৃথিবী' এক কথায় বলে ক্রন্দসী

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
10.

'Alias' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কী?

Created: 8 months ago | Updated: 8 hours ago

'Alins' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ ওরফে / উপনাম

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
11.

সন্ধি বিচ্ছেদ করুন: সদৈব

Created: 8 months ago | Updated: 11 hours ago

সদা+এব = সদৈব 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
12.

সন্ধি বিচ্ছেদ করুন: নিষ্কর

Created: 8 months ago | Updated: 7 hours ago

নিঃ+কর = নিষ্কর

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
13.

'চশমা' কোন ভাষার শব্দ?

Created: 8 months ago | Updated: 8 hours ago

'চশমা' ফারসি ভাষার শব্দ 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
14.

'সাহেব' শব্দের বহুবচন কী?

Created: 8 months ago | Updated: 10 hours ago

'সাহেব' শব্দের বহুবচন সাহেবান

Created: 8 months ago | Updated: 12 hours ago

আজকে নগদ কালকে ধার’- অধিকরণে ২য়া

Created: 8 months ago | Updated: 13 hours ago

যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক কারক বলে 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
17.

'যুদ্ধমান' শব্দটির সঠিক বানান কী?

Created: 8 months ago | Updated: 10 hours ago

'যুদ্ধমান' শব্দটির সঠিক বানান যুধ্যমান 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
18.

'কাব্য সুধাকর' কার উপাধি?

Created: 8 months ago | Updated: 12 hours ago

'কাব্য সুধাকর'  উপাধি গোলাম মোস্তফার 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
19.

‘ঊনকোটি চৌষট্টি' বাগধারাটির অর্থ কী?

Created: 8 months ago | Updated: 6 hours ago

'ঊনকোটি চৌষট্টি' বাগধারাটির প্রায় সম্পূর্ণ

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
20.

'ঢাকের বায়া' বাগধারাটির অর্থ কী?

Created: 8 months ago | Updated: 9 hours ago

'ঢাকের বায়া' বাগধারাটির অর্থ মূল্যহীন বস্তু

ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ

ভোগে নয়, কর্মসম্পাদনের মাধ্যমে মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে। ভোগের লোভ মানুষের মাঝে চিরন্তন। ভোগের জন্য আধুনিক উপকরণ সংগ্রহে মানুষের চেষ্টার বিরাম নেই। ধনী আরও ধনী হতে চায়, সম্পদের পাহাড় গড়তে চায়। কিন্তু আপাতদৃষ্টিতে তাকে সুখী মনে হলেও ভোগের স্পৃহা তাকে ক্রমে বিলাসের সোনার হরিণ হতে দূরে ঠেলে দেয়; সৃষ্টি হয় গভীর অপরিতৃপ্তির। তার মানসিক শান্তি বিঘ্নিত হয়ে সুখ নামক অদৃশ্য জিনিস তার নাগালের বাইরে চলে যায়। ফলে অতৃপ্ত ভোগের আকাঙ্ক্ষায় সে আরো অস্থির ও পথভ্রষ্ট হয়ে পড়ে। ভোগের মোহ ত্যাগ করে যে ব্যক্তি কর্মের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করে, তার প্রচুর ধন-দৌলত না থাকলেও কর্মগুণে সে অনাবিল আনন্দ উপভোগ করে। মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল তাঁদের সেবামূলক কর্মের মাধ্যমে আজও বিশ্ববাসীর মনে জাগরূক। সুখের জন্য অনেকেই বিলাস-ব্যসনে মত্ত হয়ে ওঠে এবং ভোগ-বিলাসের নানারকম আয়োজন করে। কিন্তু কোনোভাবেই ভোগাকীর্ণ জীবন সুখ ও সমৃদ্ধির সন্ধান দেয় না। একমাত্র মহৎ কর্মের মধ্য দিয়েই সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। দেশব্রতী ও মানব্ৰতী কর্মেই মানুষ লাভ করে জীবনের পরম সার্থকতা। যথার্থ সুখের নাগাল পেতে আমাদের উচিত ভোগের মোহ ত্যাগ করা। মোক্ষম মুক্তির জন্য কর্মই পরম শক্তি। 

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি

জীবনের রূঢ় বাস্তবতার কাছে সৌন্দর্যচেতনা ও কল্পনা বিলাস অর্থহীন। মানব সভ্যতার প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামে জয়ী মানুষের মনেই কেবল প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়ে। জীবন যুদ্ধে পরাজিত সৈনিককে পৃথিবীর রঙ-রূপ- রস-গন্ধ কোনোটাই আকৃষ্ট করতে পারে না। জীবন ধারণের মৌলিক প্রয়োজনকেই তিনি একমাত্র অবলম্বন হিসেবে জানেন। পক্ষান্তরে জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য সাহিত্য ও শিল্পকলার প্রয়োজনীয়তা আছে। মানব মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির সন্ধান যদি না পাওয়া যায়, তবে সে মানব জীবন ব্যর্থ। অন্ন মানুষের উদর পূর্তি করে আর শিল্পকলা মানুষের মনন বিকশিত করে। জীবনের যথার্থ বিকাশের জন্য উভয়টিই দরকার। ক্ষুধা ও দারিদ্র্য পৃথিবীর সিংহভাগ মানুষের নিত্যসঙ্গী। দুবেলা দুমুঠো অন্ন যোগাতে যাদেরকে উদয়াস্ত সংগ্রাম করতে হয়, তাদের জীবনে কাব্য সৌন্দর্যের কোনো দাম নেই। জীবনের রূঢ় বাস্তবতার কথাও কবির কাব্যে তুলে আনা উচিত। তা না হলে সেই কবির শিল্প সাধনাও ব্যর্থ। পেটে ভাত না থাকলে মানুষের পক্ষে শিল্পসৌন্দর্য উপলব্ধি সম্ভব না। পূর্ণিমার চাঁদকে তখন তার কাছে ঝলসানো রুটির মতো মনে হয়। মানবজীবনের প্রকৃত সৌন্দর্য উদ্ঘাটনে ক্ষুন্নিবৃত্তির সাধনাকেই বিশেষ প্রধান্য দেওয়া উচিত। তবেই জীবন ও সাহিত্য সার্থক হয়ে ওঠবে।

Related Sub Categories