গবেষণা
গবেষণা= গো + এষণা (স্বরসন্ধি )
অহর্নিশ
অহর্নিশ = অহঃ + নিশা (বিসর্গ)
দুষ্প্রাপ্য
দুষ্প্রাপ্য = দুঃ+ প্রাপ্য (বিসর্গ)
অন্তর্ধান
অন্তর্ধান = অন্তঃ + ধান (বিসর্গ)
শতাব্দী
শতাব্দী - শত অব্দের সমাহার। (দ্বিগু)
বিষাদসিন্ধু
বিষাদসিন্ধু - বিষাদ রূপ সিন্ধু। (রূপক কর্মধারয়)
মহাত্মা
মহাত্মা - মহান আত্মা যার। (বহুব্রীহি)
পোয়াবারো
‘পোয়াবারো’ = সৌভাগ্য
হস্তীমূর্খ
হস্তীমূর্খ (বোকা)
ধামাধরা
ধামাধরা - (চাটুকারিতা)
জয়সূচক উৎসব
জয়সূচক উৎসব - জয়ন্তী
মাটি দিয়ে তৈরী
মাটি দিয়ে তৈরী - মৃন্ময়
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা- জিঘাংসা
অপরাজিত
অপরাচিত (উপন্যাস) - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
রাশিয়ার চিঠি
রাশিয়ার চিঠি (ভ্রমণকাহিনী) - রবীন্দ্রনাথ ঠাকুর।
শর্মিষ্ঠা
শর্মিষ্ঠা (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত।
সমিচিন
সমিচিন- সমীচীন
মুমুর্ষু
মুমুর্ষু - মুমূর্ষু
দোষনীয়
দোষনীয় - দূষণীয়
দুরিভুত
দুরিভূত - দূরীভূত
সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা - কর্মকারকে শূন্য।
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
আকাশে তো আমি রখি নাই মোর উড়িবার ইতিহাস - অধিকরণে ৭মী।
আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে
আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে - অপাদানে ৭মী ।
দেশের সেবা কর
দেশের সেবা কর - সম্প্রদানে ষষ্ঠী।