নবোঢ়া
নব+ঊঢ়া = নবোঢ়া
চলচ্চিত্র
চলৎ+চিত্র = চলচ্চিত্র
শিরোপরি
শিরঃ+উপরি = শিরোপরি
মনীষা
মনস্+ঈষা = মনীষা
ভাস্কর
ভাঃ+কর = ভাস্কর
হাতির গলায় ঘন্টা
হাতির গলায় ঘণ্টা- (বয়স্ক লোকের বালিকা বধূ) বাবা-মাা বেঁচে থাকলে মেয়েটাকে আজ হাতির গলায় ঘণ্টা হতে হতো না ।
রাবনের গোষ্ঠী
রাবনের গোষ্ঠী - (বড় পরিবার) বাড়ির বড় বউয়ের ব্যবহার দেখলেই বোঝা যায় সে রাবনের গোষ্ঠীর মেয়ে ।
মাছের মায়ের পুত্রশোক
মাছের মায়ের পুত্রশোক : (মিথ্যা শোক) : গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই।
দু নৌকায় পা
দু নৌকায় পা (উভয় সংকট) দু নৌকায় পা দিয়ে কোনো কাজেই উন্নতি লাভ করা যায় না।
দক্ষিণ হস্তের ব্যাপার
দক্ষিণ হস্তের ব্যাপার -(ভোজন) দক্ষিণ হস্তের ব্যাপারটা এখনও সারা হল না ।
কুকুরের ডাক
কুকুরের ডাক = বুক্কন
অক্ষির অগোচরে
অক্ষির অগোচরে - পরোক্ষ
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা - জিঘাংসা
যা চেটে খাবার যোগ্য
যা চেটে খাবার যোগ্য = লেহ্য
মৃত্তিকার দ্বারা নির্মিত
মৃত্তিকার দ্বারা নির্মিত - মৃন্ময়
অল্পবিদ্যা ভয়ংকরী
অল্পবিদ্যা ভয়ংকরী- কর্মে শূন্য
আমার যাওয়া হয়নি
আমার যাওয়া হয়নি - কর্তায় ষষ্ঠী
কাজে মন দাও
কাজে মন দাও - অধিকরণে সপ্তমী
লাংগল দিয়ে জমি চাষ করা হয়
লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় - করণে তৃতীয়া
সমিতিতে চাঁদা দাও
সমিতিতে চাঁদা দাও - সম্প্রদানে সপ্তমী
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটিই হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। এক্সপ্রেসওয়েতে উঠা-নামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র্যাম্প রয়েছে। এই র্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য প্রায় ৪৭ কিলোমিটার। প্রকল্পটিতে মোট ব্যয় হয়েছে ৮,৯৪০ কোটি টাকা। সে হিসেবে এই এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে ১৯১ কোটি টাকারও বেশি।