সন্ধি বিচ্ছেদ করুন:-
1.

শীতার্ত

Created: 8 months ago | Updated: 2 days ago

শীতার্ত = শীত + ঋত

সন্ধি বিচ্ছেদ করুন:-
2.

সঞ্চয়

Created: 8 months ago | Updated: 1 day ago

সঞ্চয় = সম্ + চয়

সন্ধি বিচ্ছেদ করুন:-
3.

পুনরায়

Created: 8 months ago | Updated: 2 days ago

পুনরায় = পুনঃ + রায়

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
4.

গোঁফখেজুরে

Created: 8 months ago | Updated: 1 day ago

গোঁফখেজুরে = গোঁফে খেজুর যার। (ব্যধিকরণ বহুব্রীহি)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
5.

চিনিপাতা

Created: 8 months ago | Updated: 1 day ago

চিনিপাতা = চিনি দিয়ে পাতা। (তৃতীয়া তৎপুরুষ সমাস)

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ
6.

শান্তশিষ্ট

Created: 8 months ago | Updated: 2 days ago

শান্তশিষ্ট = যেই শান্ত সেই শিষ্ট। (কর্মধারয় সমাস)

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ধলঘাট এলাকায়। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প ২০২০ সালের ১০ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পে মেয়াদ ধরা হয়েছে ২০২০ সালে জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন করছে নৌপরিবহন মন্ত্রণালয়ের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চবক)। এ ছাড়া প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে ১ হাজার ৩১ একর জায়গার নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি। মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ হলে ৮ হাজার ২০০ টিইইউএস ক্ষমতাসম্পন্ন কন্টেনার বহনকারী জাহাজ নোঙ্গর করতে পারবে। বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় একটি পণ্যের চালান পাঠাতে সময় লাগে ৪৫ দিন। মাতারবাড়ি বন্দর চালু হলে মাত্র ২৩ দিনেই সরাসরি নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর, ২০২৩ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন ও প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Related Sub Categories