পদ্মের ন্যায় অক্ষি বা চোখ যার
পদ্মের ন্যায় অক্ষি বা চোখ যার = পুণ্ডরীকাক্ষ/পদ্মলোচন
হরণ করিবার ইচ্ছা
হরণ করিবার ইচ্ছা = জিহীর্ষা
নাভী পর্যন্ত লম্বিত
নাভী পর্যন্ত লম্বিত = ললন্তিকা
রাত্রি কালীন যুদ্ধ
রাত্রি কালীন যুদ্ধ = সৌপ্তিক
একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় যা
একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় যা = সার্ধশতবর্ষ
ত্রিশঙ্কু অবস্থা
ত্রিশঙ্কু অবস্থা = মধ্যাবস্থা
টুপ ভুজঙ্গ
টুপ ভুজঙ্গ = নেশায় বিভোর
তামার বিষ
তামার বিষ = অর্থের কু প্রভাব
পঞ্চত্ব প্রাপ্ত
পঞ্চত্ব প্রাপ্ত = মারা যাওয়া
ভূষণ্ডির কাক
ভূষণ্ডির কাক = দীর্ঘজীবী
ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ।
ছয়টি ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। = ষড়ঋতু
শহর ও গ্রামে এখন ইলেকসনের আমেজ।
শহর ও গ্রামে এখন ইলেকসনের আমেজ।
⇒ শহরে ও গ্রামে এখন নির্বাচনের আমেজ।
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
⇒ বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
দৈন্যতা প্রসংশনীয় হওয়া সমীচীন নয়।
দৈন্যতা প্রসংশনীয় হওয়া সমীচীন নয়।
= দৈন্য প্রশংসনীয় হওয়া সমীচীনহয়।
তারা যেন সবাই ভুল করবার প্রতিযোগীতায় নামিয়াছে।
তারা যেন সবাই ভুল করবার প্রতিযোগীতায় নামিয়াছে।
= তারা যেন সবাই ভুল করার প্রতিযোগিতায় নেমেছে।