মুমুর্ষু রোগীকে শুশ্রষা কর
মুমুর্ষু রোগীকে শুশ্রূষা কর।
= মুমুর্ষু রোগীকে শুশ্রূষা কর।
শশান ঘাট কোথায় ?
শশান ঘাট কোথায়?
= শ্মশানঘাট কোথায়?
প্রাতকালে লোকটি গাত্রদান করে
প্রাতকালে লোকটি গাত্রখান করে।
= প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
অপকার করতে ইচ্ছা করে যে
অপকার করতে ইচ্ছে করে যে - অপচিকীর্ষা।
যা কষ্টে লঙ্ঘন করা যায়
যা কষ্টে লঙ্ঘন করা যায়- দুর্লঙ্ঘ্য।
পা ধোয়ার জল
পা ধোয়ার জল - পাদ্য।
শব্দ বা পদের মূল অর্থময় অংশকে কি বলে?
শব্দ বা পদের অর্থময় অংশকে প্রকৃতি বলে
সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার নাম কি?
সমস্তপদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার নাম ব্যাসবাক্য।
তোমার হাত দুটি ইস্পাতের মত নরম" বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?
"তোমার হাত দুটি ইস্পাতের মত নরম" বাক্যটিতে যোগ্যতার গুণের অভাব রয়েছে
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" উক্তিটি কার?
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" উক্তিটি ঈশ্বরী পাটনী'র।
বাংলা সাহিত্যে কোন সময়কে চৈতন্যযুগ বলে?
বাংলা সাহিত্যের ১৫০১-১৭০০ খ্রি. সময়কে চৈতন্যযুগ বলে
মনসামঙ্গল কাব্য'-এর আদি কবি কে?
'মনসা মঙ্গল কাব্য'-এর আদি কবি কানা হরিদত্ত।
ডেল্টাপ্লান ২১০০
৪ সেপ্টেম্বর, ২০১৮ শতবর্ষব্যাপী বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ (Bangladesh Delta Plan 2100) জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদন লাভ করে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব প্রশমনে এটি প্রণয়ন করা হয়। পরিকল্পনা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা। পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি বিবেচনায় দেশে মোট ৬টি হটস্পট [উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওড় এবং আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী অঞ্চল ও মোহনা, এবং নগরাঞ্চল] চিহ্নিত করা হয়।