বত্রিশ সিংহাসন
বত্রিশ সিংহাসন- মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
জমীদার দর্পণ
জমীদার দর্পণ- মীর মশাররফ হোসেন
একেই কি বলে সভ্যতা
একেই কি বলে সভ্যতা- মাইকেল মধুসূদন দত্ত
বই পড়া
বই পড়া- প্রমথ চৌধুরী
কিল খেয়ে কিল হজম
কিল খেয়ে কিল হজম (অপমান গোপন করা): অসহায় লোকদের কিল খেয়ে কিল হজম করা অভ্যাসে পরিণত হয়েছে।
কেবলা হাকিম
কেবলা হাকিম (অনভিজ্ঞ)= তোমার মতো কেবলা হাকিমকে দিয়ে উড়োজাহাজ চালানো অসম্ভব।
ঘাট মানা
ঘাট মানা (অন্যায় স্বীকার করা): পুলিশের দু'ঘা খেয়ে চোরটি ঘাট মানতে বাধ্য হয়েছে।
শিয়রে শমন
শিয়রে শমন (মৃত্যু আসন্ন): প্রত্যেক মানুষের শিয়রে শমনকালে অর্থের প্রতি লোভ পরিত্যাগ করা উচিত।
কোকিল
কোকিল- পরভৃত, পিক।
ময়ূর
ময়ূর- কলাপী, কেকা।
বন
বন /বিশেষ্য পদ/- অরণ্য, কানন, অটবী
কেশ
কেশ- চুল, অলক।
গাছ থেকে পাতা পড়ে
গাছ থেকে পাতা পড়ে- অপাদান কারকে ৫মী বিভক্তি।
ছেলেকে ডাক
ছেলেকে ডাক- কর্মকারকে ২য়া বিভক্তি।
দেশের জন্য প্রাণ দাও
দেশের জন্য প্রাণ দাও- সম্প্রদান কারকে ৪র্থী বিভক্তি।
পুকুরে মাছ আছে
পুকুরে মাছ আছে- অধিকরণ কারকে ৬ষ্ঠী বিভক্তি।
২৬ মে, ২০২৪ বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় 'রেমাল'। রেমাল শব্দটি আরবি, যার শাব্দিক অর্থ বালু। নামটি ওমান কর্তৃক ২০১৮ সালে প্রস্তাবিত হয়েছিল। প্রবল ঘূর্ণিঝড় রেমাল হল বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এটি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এটি ২০২৪ সালে উত্তর ভারত মহাসাগর ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম গভীর নিম্নচাপ, প্রথম ঘূর্ণিঝড় এবং প্রথম তীব্র ঘূর্ণিঝড় ছিল।