যে মেঘে প্রচুর বৃষ্টি হয়
যে মেঘে প্রচুর বৃষ্টি হয় = সংবর্ত
ঈষৎ কম্পিত
ঈষৎ কম্পিত = আধুত
সাপের খোলস
সাপের খোলস = নির্মোক / কঞ্চক
কুকুরের ডাক
কুকুরের ডাক = বুক্কন
যে ভূমিতে ফসল জন্মায় না
যে ভূমিতে ফসল জন্মায় না = ঊষর
বিমুগ্ধ
বিমুগ্ধ = বিমুহ্ + ত
কিন্নর
কিন্নর = কিম্ + নর
আকৃষ্ট
আকৃষ্ট = আকৃষ+ ত
শ্রবণ
শ্রবণ = শ্রু + অন
চার্বাক
চার্বাক = চারু + বাক্
-
পরোক্ষ
পরোক্ষ = অক্ষির অগোচরে; অব্যয়ীভাব সমাস।
একোন
একোন = এক দ্বারা উন; তৃতীয়া তৎপুরুষ সমাস।
দ্বীপ
দ্বীপ = দু দিকে অপ যার; নিপাতনে সিদ্ধ বহুব্রীহি।
পঁসুরি
পসুরি = পাঁচ সেরের সমাহার; দ্বিগু সমাস।
কুয়োর ব্যাঙ
কুয়োর ব্যাঙ = সংকীর্ণমনা লোক / কূপমণ্ডুক। বাক্যগঠন: সে একজন কুয়োর ব্যাঙ প্রকৃতির লোক।
সপ্তমে চড়া
সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তেজনা । বাক্যগঠন: এসব দুর্নীতি দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল।
কাছাঢিলা
কাছাঢিলা = অসাবধান। বাক্যগঠন: যেমন কাছাঢিলা লোক তুমি, ছাতা তুমি হারাবে না তো কে হারাবে।
আঁতে ঘা
আঁতে ঘা = মনে ব্যথা। বাক্যগঠন: এমনিতে ভালো, কিন্তু টাকা চাইলেই তোমার আঁতে ঘা লাগে।
খেজুরে আলাপ
খেজুরে আলাপ = অকাজের কথা। বাক্যগঠন: এসব খেজুরে আলাপ বাদ দিয়ে কাজে মন দাও।
জিজ্ঞাসিব জনে জনে
জিজ্ঞাসিব জনে জনে = কর্মকারকে ৭মী
আমাদের একটি গল্প বলুন
আমাদের একটি গল্প বলুন = কর্মে ৬ষ্ঠী
সারারাত বৃষ্টি হয়েছে
সারারাত বৃষ্টি হয়েছে = অধিকরণে শূন্য
বাবাকে ভয় পাই
বাবাকে ভয় পাই = অপাদানে ২য়া
আত্মার সম্পর্কই আত্মীয়
আত্মার সম্পর্কই আত্মীয়= করণে ৬ষ্ঠী