জেলা জজ আদালত, দিনাজপুর || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (15-11-2024) || 2024

All

Created: 3 months ago | Updated: 12 hours ago

কেবলমাত্র মেয়েদের জন্য = শুধু মেয়েদের জন্য।

শুদ্ধ করে লিখুন:
2.

অভিযোগ প্রমান হয়েছে

Created: 3 months ago | Updated: 7 hours ago

অভিযোগ প্রমান হয়েছে = অভিযোগ প্রমাণিত হয়েছে।

Created: 3 months ago | Updated: 13 hours ago

লোকটি এই মামলায় সাক্ষী দেবে = লোকটি এ মামলায় সাক্ষ্য দেবে।

Created: 3 months ago | Updated: 7 hours ago

ছেলেটি নির্দোষী প্রতিয়মান হয় = ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়।

Created: 3 months ago | Updated: 13 hours ago

গড্ডালিক প্রবাহে গা ভাসানো উচিৎ নয় = গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়।

বাক্য রচনা করুন:
6.

অশ্রু

Created: 3 months ago | Updated: 6 hours ago

অশ্রু = অশ্রু দিয়ে লেখা এ গান, কভু ভুলে যেও না।

বাক্য রচনা করুন:
7.

সেরেস্তা

Created: 3 months ago | Updated: 8 hours ago

সেরেস্তা = এ সেরেস্তার প্রধান সেরেস্তাদার।

বাক্য রচনা করুন:
8.

ফিরিস্তি

Created: 3 months ago | Updated: 7 hours ago

ফিরিস্তি = মুখে মুখে ফিরিস্তি দিয়ে হবে না, কাজে প্রমাণ দাও।

বাক্য রচনা করুন:
9.

নিষ্পত্তি

Created: 3 months ago | Updated: 12 hours ago

নিষ্পত্তি = মামলাটি নিষ্পত্তি হয়েছে।

বাক্য রচনা করুন:
10.

সুরতহাল

Created: 3 months ago | Updated: 12 hours ago

সুরতহাল = মৃতের সুরতহাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র দোষী ও অপরাধীদের শাস্তি বিধানের জন্য বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের বিচার বিভাগ দণ্ড প্রদান এবং সংবিধানের ব্যাখ্যা দান করে। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। বাংলাদেশের বিচার বিভাগ মূলত দুই ভাগে বিভক্ত। যথা: উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট) ও অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালত সমূহ)। বর্তমান বিচার বিভাগের প্রধান বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি. 

বরাবর 

জেলা ও দায়রা জজ,

দিনাজপুর

বিষয়: অফিস সহকারী পদে যোগদান প্রসঙ্গে

সূত্র: জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুরের অভ্যন্তরীণ নিয়োগ শাখার স্মারক নম্বর ০৫.০০০. ০০০০. ১২৮. ১৯.০২.২২; তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি.।

জনাব, 

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী উপর্যুক্ত বিষয় ও সূত্রের নির্দেশমতে অদ্য ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ পূর্বাহ্ণে অফিস সহকারী পদে যোগদানপত্র দাখিল করলাম।

এমতাবস্থায়, আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি প্রার্থনা করছি। 

বিনীত নিবেদক 

মো. রেজাউল করিম 

মোবাইল: ০১৭৫৫........ 

ই-মেইল: [email protected]

Related Sub Categories