লোডশেডিং বলতে এমন একটি পরিস্থিতি বোঝায়, যেখানে একটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে ইচ্ছাকৃত বা জোরপূর্বক হ্রাস করা হয়। এটি ঘটে যখন উচ্চ চাহিদা, কম উৎপাদন বা সরঞ্জামের ব্যর্থতার মতো বিভিন্ন কারণে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি হয়। পুরো গ্রিডের সম্পূর্ণ ব্লাকআউট এড়াতে পাওয়ার কোম্পানিগুলো দ্বারা সাধারণত শেষ অবলম্বন হিসেবে লোডশেডিং করা হয়। লোডশেডিং এর সময়কাল এবং ফ্রিকোয়েন্সি পরিস্থিতির তীব্রতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। লোডশেডিং এর সময়, নির্দিষ্ট এলাকা বা আশেপাশের এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, যা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত হতে পারে। লোডশেডিং মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে তাদের কাজ, শিক্ষা এবং গৃহস্থালির কাজে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিদ্যুতের উপর ব্যাপকভাবে নির্ভর করে এমন শিল্প ও ব্যবসার জন্যও এর মারাত্মক পরিণতি হতে পারে। লোডশেডিং এর প্রভাব কমানোর জন্য শক্তির বিকল্প উৎস যেমন জেনারেটর, সোলার প্যানেল বা ব্যাকআপ ব্যাটারি থাকা জরুরি। অপ্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লাইট বন্ধ করে এবং শক্তি সাশ্রয়ী ডিভাইস ব্যবহার করে দক্ষতার সাথে বিদ্যুৎ ব্যবহার করাও অপরিহার্য।
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি ।
'সুখের পায়রা' বাগধারার অর্থ কী?
'সুখের পায়রা' বাগধারার অর্থ সুসময়ের বন্ধু ।
'হ্ম' এই যুক্তব্যঞ্চনে কী কী বর্ণ আছে?
'হ্ম' এই যুক্তব্যঞ্চনে হ্+ম বর্ণ আছে
এক কথায় প্রকাশ করুন- যা পূর্বে দেখা যায়নি।
যা পূর্বে দেখা যায়নি। = অদৃষ্টপূর্ব
আল মাহমুদের 'সোনালী কাবিন' কোন ধরনের সাহিত্য?
আল মাহমুদের 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থ ।
বাংলাদেশের জন্য এখন নতুন কিছু সূচকের প্রয়োজন হয়ে গেছে। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতি সূচক নিয়ে কাজ করে। তেমনি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) থেকে বাংলাদেশের জন্য 'হয়রানি সূচক' নামে একটি নতুন সূচক চালু করার পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাদেশে দুর্নীতির চেয়েও হয়রানি বেশি ক্রিয়াশীল। ব্যাবসায়ী বা সাধারণ মানুষ সবার ক্ষেত্রেই এ হয়রানির বাস্তবতা দুর্নীতির চেয়েও আরো ভয়াবহ। এগুলো শুধু সদুপদেশ দিয়ে ঠিক হবে না।