শূন্য চাষ পতিতে চাষ করা যায় -
i. মসুর
ii. ধান
iii. ভুট্টা
নিচের কোনটি সঠিক?
রিলে চাষের উদ্দেশ্য হলো—
i. সেচের সীমাব্যতা দূর করা
ii. শ্রম ঘাটতি দূর করা
iii. সময়ের অভাব দূর করা
শস্য উৎপাদনের উপযুক্ত পদ্ধতিতে—
i. মাটির উর্বরতা বৃদ্ধি পায়
ii. মাটির গঠন উন্নত হয়
iii. মাটির ক্ষয় হয়
লাল শাক হচ্ছে,—
i. স্বল্পমেয়াদি
ii. দ্রুত বর্ধনশীল
iii. আলুর সাথি ফসল
মিশ্র ফসল হিসেবে চাষ করা হয় —
i. আখের সাথে মসুর
ii. আউশের সাথে তিল
iii. মসুরের সাথে সরিষা
উল্লিখিত ফসলের সাথে রিলে ফর্সল হিসেবে চাষ করা যাবে—
ii. পটল
iii. করলা
শস্য পর্যায় হলো—
i. একটি উন্নত কৃষি প্রযুক্তি
ii. ফসল উৎপাদন পদ্ধতি
iii. একই ফসল একই জমিতে বারবার ফলানো
শস্যপর্যায় প্রযুক্তির সুবিধা হলো—
i. রোগ ও পোকার উপদ্রব কম হয়
ii. ফসলের ফলন বাড়ে
iii. আগাছার উপদ্রব কম হয়
উল্লিখিত ফসলের সাথে রীলে ফসল হিসেবে চাষ করা হয় —
i. করলা
iii. মসুর
একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে—
i. পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পায়
ii. মাটির উর্বরতা ও ফলন বৃদ্ধি পায়
iii. আগাছা ও রোগের আক্রমণ বৃদ্ধি পায়
বাংলাদেশে ফসল উৎপাদনের মৌসুম —
i. রবি
ii. খরিপ-১
iii. খরিপ-২
খরিপ-১ মৌসুমের ফসল হলো -
i. বোনা আউশ
ii. মাসকলাই
iii. সরিষা
রফিকের জমিগুলো —
i. মাঝারি নিচু
ii. নিচু ও মাঝারি নিচু
iii. উঁচু ও মাঝারি উঁচু
ধান চাষে সেচের প্রতি সংবেদনশীল পর্যায়-
i. পুষ্পায়নের সময়
ii. শীষ গজানোর সময়
iii. বীজ গঠনের সময়
বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে-
i. মাটির অম্লত্ব নিয়ন্ত্রণ
ii. রোগজীবাণু দমন
iii. বীজ দ্রুত গজানো
বীজতলার জন্য জমি চাষ দিয়ে ২-৪ দিন রেখে দিতে হয়, এতে -
i. মাটিতে রোদ লেগে মাটি জীবাণুমুক্ত হয়
ii. পোকা বের হলে পাখি খেয়ে ফেলে
iii. বাতাস থেকে জমিতে নাইট্রোজেন যোগ হয়
নার্সারি তৈরির জন্য বীজতলার মাটি বেলে হলে সেখানে মেশাতে হবে -
i. জৈব পদার্থ
ii. দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি
বীজ বপন ও চারা রোপণের আগে প্রয়োগ করতে হয়—
i. টি.এস.পি
ii. জৈব সার
iii. ইউরিয়া