স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো যায় -
i. রেডিও সিগনাল
ii. টেলিফোন সিগনাল
iii. মোবাইল ফোন সিগনাল
নিচের কোনটি সঠিক?
ফাইবার অপটিকস -
i. অত্যন্ত সরু
ii. কাচের তন্তু
iii. মেটাল দিয়ে তৈরি
অপটিক্যাল ফাইবার—
i. বৈদ্যুতিক সিগনালকে আলোক সিগনালে পরিণত করে
ii. পৃথিবীর অক্ষে চব্বিশ ঘন্টায় ঘুরে আসে
iii. এক ধরনের প্লাস্টিক/কাঁচের তন্তু
SEA-ME-WE-4 এর অপর নাম –
i. অপটিক্যাল ফাইবার
ii. অপটিক্যাল ক্যাবল
iii. সাবমেরিন ক্যাবল
উক্ত সিস্টেমের সমস্যাগুলো হলো—
i. অনেক বড় এন্টেনার দরকার
ii. ফাইবারের চেয়ে অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন
iii. ব্যবহারিক খরচ কম
উক্ত ক্যাবলের মধ্য দিয়ে -
i. আলোক সিগনাল পাঠানো হয়
ii. আলোর বেগ এক তৃতীয়াংশ কম
iii. এক সাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব
পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের -
i. দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
ii. জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে
iii. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে
উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে-
i. অন্যরা সহজেই পাসওয়ার্ডটি জেনে যেতে পারে
ii. গোপনীয়তা নষ্ট হতে পারে
iii. পাসওয়ার্ড মনে রাখা কঠিন হতে পারে
তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়ার ফলে মানুষের জীবনকে পরিচালনা করা যায় -
i. সুন্দরভাবে
ii. সহজভাবে
iii. দক্ষভাবে
২০০০ সালে যে সকল প্রতিষ্ঠান হ্যাক হয়েছিল তা হলো-
i. আমাজন
ii. সিএনএন
iii. ইয়াহু