উদ্ভিদ তত্ত্ব অনুসারে বীজ হলো -
i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক
ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক
iii. উদ্ভিদের যেকোনো অংশ
নিচের কোনটি সঠিক?
বীজ –
i. ফসল উৎপাদনের মৌলিক উপকরণ
ii. উদ্ভিদের বংশধারা টিকিয়ে রাখে
iii. শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়
অঙ্গজ প্রজননের মাধ্যমে —
i. একই গাছে একাধিক জাতের সংযোজন ঘটানো যায়
ii. বীজ বাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়
iii. মাতৃগুণাগুণ বজায় থাকে না
অঙ্গজ প্রজননের সুবিধা হলো—
i. অন্ন সময়ে চারা গজায়
ii. মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে
iii. দ্রুত ফুল ও ফল পাওয়া যায়
বংশবিস্তারক উপকরণ নতুন উদ্ভিদের জন্ম দিলে তাকে বলে—
i. কৃষিতাত্ত্বিক বীজ
ii. অঙ্গজ বীজ
iii. উদ্ভিদতাত্ত্বিক বীজ
কৃষিতাত্ত্বিক বীজ হলো—
i. আদা
ii. রসুন
iii. হলুদ
অঙ্গজ বীজ হলো—
ii. আনারসের মুকুট
iii. কাকরোলের মূল
বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি -
i. উর্বর হবে
ii. আগাছামুক্ত ও আলো-বাতাসযুক্ত থাকবে
iii. ২% জৈব পদার্থের উপস্থিতি থাকবে
বীজ কত গভীরতায় বপন করতে হবে তা নির্ভর করে—
i. বীজের আকারের ওপর
ii. বীজের বিশুদ্ধতার ওপর
iii. মাটির ধরনের ওপর
হেক্টর প্রতি আলুর বীজের হার নির্ধারণে বিবেচনা করতে হয় –
i. বীজের বিশুদ্ধতা
ii. অঙ্কুরোদগম ক্ষমতা
iii. মাটির উর্বরতা
রোগিং বা বাছাই করা হয় -
i. ফুল আসার আগে
ii. ফুল আসার সময়
iii. পরিপক্ক পর্যায়ে
হাম পুলিং এর ফলে -
i. আলুর ত্বক শক্ত হয়
ii. আলুর সংরক্ষণ গুণাগুণ বৃদ্ধি পায়
iii. রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয়
আলু তোলার পর ক্ষেতে স্তূপাকারে রাখলে –
i. চোর চুরি করতে পারে
ii. সুতলি পোকা আলুতে ডিম পাড়তে পারে
iii. বিভিন্ন ধরনের রোগ ও পোকা দ্বারা আক্রান্ত হতে পারে
মিতু তাদের বাড়ির উল্লিখিত প্রক্রিয়ায় সৃষ্ট ফল গাছটি থেকে সুফল পাচ্ছে কারণ—
i. এটির সংযোজিত জাতটির মাতৃ গুণাগুণ বজায় আছে
ii. বীজবাহিত রোগ থেকে গাছ ও ফল রক্ষা পাচ্ছে
iii. অল্প সময়ে কম খরচে সহজে ফল পাচ্ছে
রোগটি সম্পর্কে সঠিক তথ্যটি হলো—
i. এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ
ii. এ রোগ প্রতিরোধে স্পর্শক জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করা উত্তম
iii. নিম্ন তাপমাত্রায় এর আক্রমণ দেখা যায়
উল্লিখিত সার প্রয়োগ করলে আলুর -
i. ফলন বৃদ্ধি পায়
ii. উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হয়
iii. জমিতে আগাছা বৃদ্ধি পায়
শরীফের চাষকৃত ফসলটি—
i. সোলানেসি গোত্রভুক্ত
ii. পরিপক্ব হতে ৭০-৮০ দিন সময় লাগে
iii. টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদন করা যায়
আজিজ মিয়ার উদ্বিগ্ন হওয়ার কারণ, তার ফসলে—
i. ইঁদুর আক্রমণ করেছে
ii. লেইট ব্লাইট রোগ হতে পারে
iii. কাটুই পোকা আক্রমণ করেছে