সমবায়ের ভিত্তিতে কৃষিপণ্য উৎপাদনে বিবেচ্য বিষয় হলো—
i. জমির শ্রেণি ও মাটির গুণাগুণ
ii. বাজারের ও পরিবারের চাহিদা
iii. উৎপাদক ও গ্রাহক
নিচের কোনটি সঠিক?
কৃষি সমবায়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো—
i. জমি যুক্ত করা
ii. অর্থ যুক্ত করা
iii. কৃষি উপকরণ সংগ্রহ করা
প্যাকেটজাতকরণ করলে -
i. পণ্যের মানোন্নয়ন হয়
ii. সংরক্ষণ সহায়ক হয়
iii. ভালো দাম পাওয়া যায়
কোনটি সঠিক?
কৃষি সমবায় চুক্তি করবে—
i. কৃষি পণ্য ক্রেতা সংস্থার সাথে
ii. কৃষি পণ্য ক্রেতা কোম্পানির সাথে
iii. কৃষি পণ্য ক্রেতা ব্যক্তির সাথে
রিমন সাহের ও গ্রামের কৃষকেরা লাভবান হবেন যদি —
i. সংগঠনটি দক্ষ হয়
ii. সংগঠনটি শক্তিশালী হয়
iii. সংগঠনটি সৎ হয়
বাবুলের পণ্যগুলোর নিরাপদ পরিবহনের জন্য বিবেচ্য বিষয়গুলো হলো—
i. উপযুক্ত পাত্র বা খাঁচা
ii. পণ্যের যথাযথ প্যাকিং
iii. সংগ্রহের পূর্বে সঠিক পরিচর্যা
রাজাপুর গ্রামের কৃষকগণ উক্ত সমবায়টি দক্ষ করে গড়ে তুলতে পারেন -
i. সমগ্র কৃষিকাজ সম্পাদনের মাধ্যমে
ii. পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে
iii. `জমি ও অর্থ যুক্ত করার মাধ্যমে
দুগ্ধ পাস্তুরিকরণের উদ্দেশ্য—
i. জীবাণু ধ্বংস করা
ii. গুণাগুণ অক্ষুণ্ণ রাখা
iii. রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণ করা
খামারে পোনা মজুদকালীন ব্যবস্থাপনা হলো—
i. পোনার প্রজাতি নির্বাচন
ii. সার ও চুন প্রয়োগ
iii. পোনা পরিবহন
ফখরুলের পুকুরের মাছগুলোর এরূপ অবস্থার কারণ—
i. পানিতে অক্সিজেন ঘাটতি
ii. পুকুরে পর্যাপ্ত সূর্যালোকের অভাব
iii. জৈব পদার্থের পচন
রফিকের উক্ত খামার স্থাপনের মাধ্যমে-
i. পরিবারের দুধ ও পুষ্টির চাহিদা মিটবে
ii. পরিবারে কাজের চাপ বৃদ্ধি পাবে
iii. পরিবারের বাড়তি আয়ের ব্যবস্থা হবে
রাকিব সাহেবের খামারের যেসব বিষয়ে তথ্য লিপিবদ্ধ করা প্রয়োজন, তা হলো -
i. কৃষি খামারের সকল সম্পদ-সম্পত্তির বিবরণ
ii. বিনিয়োগ বা ব্যয়ের সকল তথ্য
iii. আয় ও মুনাফার সকল তথ্য
কাঠ ও বাঁশকে সিজনিং করলে -
i. গুণগত মান বৃদ্ধি পায়
ii. পুরুত্ব বৃদ্ধি পায়
iii. স্থায়ীত্ব বৃদ্ধি পায়
স্বল্প আবর্তনকালের বৃক্ষের কাঠ—
i. শক্ত
ii. দ্রুত বর্ধনশীল
iii. নরম
স্বল্প আবর্তনকালের বৃক্ষ হলো—
i. আকাশমনি ও কদম
ii. কেওড়া ও বাইন
ii. গামার ও মেহগনি
মাঝারি আবর্তনকালের বৃক্ষ হচ্ছে -
i. গামার ও শিশু
ii. মেহগনি ও তেলসুর
iii. ছাতিয়ান ও চন্দন
দীর্ঘ আবর্তনকালের বৃক্ষ হলো—
i. মেহগনি, তেলসুর
ii. কাঁঠাল, জাম
iii. আম, হরিতকী
চেরাই কাঠের ভলিউম নির্ণয়ে জানা প্রয়োজন এর—
i. দৈর্ঘ্য
ii. প্রস্থ
iii. পুরুত্ব
কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট করলে -
i. ঘুনপোকা আক্রমণ করতে পারে না
ii. পোকামাকড় আক্রমণ করতে পারে না
iii. ছত্রাক আক্রমণ করতে পারে না
কিলন ড্রাইং এর সুবিধা হলো—
i. বেশি কাঠ এক সাথে ড্রাইং করা যায়
ii. সময় কম লাগে
iii. সোজা বা বাঁকাভাবে সাজানো যায়
সিসিএ তে থাকে -
i. ক্রোমিক অক্সাইড
ii. কপার অক্সাইড
iii. আর্সেনিক পেন্টা অক্সাইড
লোনা মাটি অঞ্চলের প্রধান বৃক্ষ হচ্ছে -
i. বাবলা, কাজুবাদাম
ii. শিরিষ, তাল
iii. মেহগনি, চম্পা
উপকূলীয় উদ্ভিদের -
i. মেরুজ বৈশিষ্ট্য থাকে
ii. মরুজ বৈশিষ্ট্য থাকে
iii. পাতার কিউটিকল স্তর খুব পুরু হয়
ঝাউ গাছ সাইক্লোনের মতো দুর্যোগে টিকে থাকতে পারে কারণ -
i. কাজ লম্বা ও শক্ত
ii. শাখা-প্রশাখা কম
iii. পাতা বিশেষভাবে অভিযোজিত
গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায় -
i. ইপিল-ইপিল
ii. ধৈঞ্চা
iii. আকাশমনি