ফসলের উৎপাদন বাড়াতে—
i. শস্য পর্যায় অবলম্বন করতে হয়
ii. ভালো বীজ ব্যবহার করতে হয়
iii. অর্ধেক হারে সার ও কীটনাশক ব্যবহার করতে হয়
নিচের কোনটি সঠিক?
উফশী জাতের বৈশিষ্ট্য হলো—
i. গাছ খাটো
ii. গাছ সবুজ
iii. পাতা খাড়া
আউশ ও বোরো মৌসুমে চাষ করা যায় এরূপ ধানের জাত —
i. বিআর ১১
ii. বিআর ১
iii. বিআর ২
বাংলাদেশে তেল ফসল হিসেবে চাষ হয়—
i. সরিষা
ii. তিল
iii. চিনাবাদাম
সরিষার জাতগুলো হচ্ছে—
i. টরি-৭ ও কল্যাণীয়া
ii. সম্পদ ও রাই সরিষা
iii. ও-8 ও সিজি
মাসকলাই এর জাত হচ্ছে—
i. পাথ
ii. শরৎ
iii. রাই
শীতকালীন সবজি -
i. ফুলকপি
ii. বাঁধাকপি
iii. শিম
কলার ছত্রাকজনিত রোগ হলো—
i. সিগাটোগা রোগ
ii. গুচ্ছ মাথা
iii. পানামা রোগ
আনারস চাষের জন্য সবচেয়ে ভালো—
i. ভূয়ে চারা
ii. পার্শ্ব চারা
iii. মুকুট চারা
জিওল মাছ হলো-
i. শিং
ii. মাগুর
iii. বোয়াল
মাছের ক্ষত রোগের জন্য দায়ী -
i. ছত্রাক
ii. ব্যাকটেরিয়া
iii. ভাইরাস
গুলশা মাছের শনাক্তকরণ বৈশিষ্ট্য—
i. পিঠের অংশ বাঁকানো
ii. মুখে ৪ জোড়া গোঁফ আছে
iii. শরীরের রং জলপাই ধূসর
পাবদা ও গুলশা মাছে প্রচুর পরিমাণে বিদ্যমান আছে-
i. আমিষ
ii. মাইক্রোনিউট্রিয়েন্ট
iii. আয়োডিন
পুকুরে হাঁস মুরগি ও মাছের সমন্বিত চাষ করার সুবিধা হচ্ছে—
i. শ্রমিক খরচ কম
ii. জায়গা সাশ্রয় হয়
iii. সম্পূরক খাদ্য কম দিতে হয়
আজকের বাছুর আগামীর -
i. দুধ উৎপাদনশীল গাভি
ii. প্রজনন উপযোগী ষাড়
iii. মাংস উৎপাদকারী গরু
ভেড়ার ক্ষেত্রে প্রয়োজ্য-
i. বৃষ্টিপাত কম প্রবণ এলাকায় আধা উন্মুক্ত ঘর উপযোগী
ii. তিন ধরনের ঘর ব্যবহার করা হয়।
iii. প্রচুর ঝড়বৃষ্টি হয় এমন এলাকায় আবদ্ধ ঘর উপযোগী
থানকুনি পাতা ব্যবহৃত হয়—
i. বদহজম ও আমাশয় নিরাময়ে
ii. কাশি নিরাময়ে
iii. আয়ুবর্ধক ও চর্মরোগনাশক হিসেবে
হরিতকীর ব্যবহার হয়-
i. অর্শ্বরোগ নিরাময়ে
ii. হাঁপানি উপশমে
iii. হৃদরোগে
ঔষধি উদ্ভিদের রস চিকিৎসা ব্যবস্থায় জনপ্রিয় কারণ এটি—
i. সস্তা
ii. সহজলভ্য
iii. পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন
বাংলাদেশের অধিকাংশ বনভূমি অবস্থিত—
i. দক্ষিণ পূর্বাঞ্চলে
ii. দক্ষিণ পশ্চিমাঞ্চলে
iii. উত্তর পশ্চিমাঞ্চলে