আদর্শ পুকুরের জন্য মাটি সবচেয়ে ভালো হয়—
i. দোআঁশ
ii. পলি দোআঁশ
iii. এঁটেল দোআঁশ
নিচের কোনটি সঠিক?
পানির গুণাগুণ অনুকূল মাত্রায় থাকা দরকার, কারণ—
i. এতে মাছ সহজেই বেঁচে থাকে
ii. মাছের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না
iii. মাছ আশানুরূপ বৃদ্ধি পায়
পানির ভৌত গুণাগুণ—
i. গভীরতা
ii. পিএইচ
iii. তাপমাত্রা
পুকুরের গভীরতা বেশি হলে—
i. পুকুরে অক্সিজেনের অভাব হয়
ii. প্লাংকটন তৈরি ব্যাহত হয়
iii. সূর্যের আলো গভীর পর্যন্ত পৌছাতে পারে না
পুকুরে মাছ মারা যায় পানির পিএইচ—
i. ৪ এর নিচে হলে
ii. ১১ এর উপরে হলে
iii. ৬.৫ এর নিচে হলে
পুকুরের গভীরতা ভেদে তারতম্য ঘটে—
i. তাপমাত্রার
ii. অক্সিজেনের
iii. প্লাংকটনের
স্থায়ী পুকুরে চাষ করা যায়—
i. শিং ও মাগুর মাছ i
i. গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ
iii. রুই, কাতলা ও মৃগেল মাছ
মৌসুমি পুকুরের বৈশিষ্ট্য হলো—
i. বেলে মাটি
ii. মাটির পানি ধারণ ক্ষমতা কম
iii. মাগুর মাছ চাষ করা যায়
মজুদ পুকুরের বৈশিষ্ট্য হলো—
i. এটি মাছ চাষের প্রধান পুকুর
ii. এর আয়তন ৩০ শতকের উপরে হয়
iii. এর গভীরতা ১ মিটার হয়
পুকুরের তলদেশের মাছ—
i. মৃগেল
ii. শিং
iii. সরপুঁটি
ফাইটোপ্লাংকটন এক ধরনের অণুজীব যা—
i. মাছের প্রাকৃতিক খাবার
ii. ক্ষুদ্র ক্ষুদ্র জলজ প্রাণিকণা
iii. সবুজ রঙের
মুক্তভাবে সাঁতার কাটতে পারে -
i. মাছ
ii. ঝিনুক
iii. ব্যাঙ
পুকুরে উৎপাদক হচ্ছে -
i. কাঁটা শেওলা
ii. স্পাইরোগাইরা
iii. ক্লোরেলা
নির্গমনশীল উদ্ভিদের বৈশিষ্ট্য—
i. শিকড় পানির নিচে মাটিতে থাকে
ii. কাণ্ড লম্বা হয়
iii. কাণ্ডের উপরের অংশ পানিতে ভাসে
মৎস্য কর্মকর্তার পরামর্শ মতো নাজমুল পুকুরে প্রয়োগ করেছিল—
i. সার
ii. প্রাকৃতিক খাদ্য
iii. সম্পূরক খাদ্য
উল্লিখিত পুকুরে -
i. রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয়
ii. ধানী পোনা ছেড়ে আঙুল পোনা পর্যন্ত বড় করা হয়
iii. পোনা ছেড়ে ১৫-৩০ দিন চাষ করা হয়
উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য—
ii. পাতা ও কাণ্ডের উপরের অংশ ভেসে থাকে
iii. শুধু পাতা পানির উপর দাঁড়িয়ে থাকে
আব্দুর রহমানের পুকুরে মাছ ছাড়াও অন্য যে প্রাণীদের কথা উল্লেখ আছে তাদের বৈশিষ্ট্য—
i. এরা খাদ্য খুঁজে খায়
ii. সমস্ত পানিতে চরে বেড়ায়
iii. এরা মুক্তভাবে সাঁতার কাটতে পারে
শাহিনের জালে আটকানো মাছগুলো পুকুর থেকে মুক্ত করে—
i. নাইট্রোজেন
ii. ফসফরাস
iii. কার্বন ডাই-অক্সাইড