পানিতে খাবার লবণ গুলে তাতে লিটমাস কাগজ ডুবালে—
i. লাল লিটমাস নীল হবে
ii. নীল লিটমাস লাল হবে
iii. লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে না
নিচের কোনটি সঠিক?
এন্টাসিডের উপাদান হলো—
i. NaOH
ii. Mg(OH2
iii. Al(OH)2
Mg(OH)2 ক্ষার সেবন করা যায়—
i. অতিরিক্ত এসিড হতে পরিত্রাণের জন্য
ii. পাকস্থলীর এসিডকে প্রশমিত করার জন্য
iii. লবণের সাথে ক্রিয়ায় এসিড উৎপন্ন করার জন্য
কাপড় কাচার সোডা—
i. সোডিয়াম কার্বনেট
ii. ক্ষার জাতীয় পদার্থ
iii. নীল লিটমাস লাল করে
এসিডিক মাটিতে প্রয়োগ করতে হয়—
i. ক্যালসিয়ামযুক্ত সার
ii. ফসফেটজাতীয় সার
iii. ম্যাগনেসিয়ামযুক্ত সার
মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজন—
i. NHL4NO3
ii. (NH4)3 PO4
iii. KNO3
NaCl ব্যবহার হয়-
i. পাউরুটিতে
ii. চানাচুরে
iii. আচারে
লেবুর রস যোগ করায় -
i. সোডিয়াম সাইট্রেট লবণ উৎপন্ন হবে
ii. CO2 গ্যাস উৎপন্ন হবে
iii. কোমল পানীয় এর কার্যকারিতা হ্রাস পাবে
সোডাটি—
i. একটি লবণ
ii. এর জলীয় দ্রবণ এসিডিয়
iii. এর জলীয় দ্রবণ ক্ষারীয়
মি. হকের কারখানায় ব্যবহৃত উপাদান—
i. নীল লিটমাসকে লাল করে
ii. সার তৈরির জন্য ব্যবহৃত হয়
iii. কাপড়ে লাগলে পুড়ে যায়
মিসেস জামালীকে সালাদ খেতে বলার কারণ, সালাদগুলো—
i. ক্ষারধর্মী
ii. এসিডিটি কমাবে
iii. এসিডকে নিষ্ক্রিয় করবে
মিসেস জামালী সমস্যা সমাধানে আরও খেতে পারেন—
i. কফি
ii. আদা চা
iii. সবুজ চা
পলির জ্বালা উপশমের কারণ হলো-
i. আক্রান্ত স্থান ধুয়ে ফেলা
ii. এসিড ও ক্ষারকের বিক্রিয়া
iii. এসিড ও লবণের বিক্রিয়া
'A' যৌগটি?
i. শক্তিশালী এসিড
ii. দুর্বল এসিড
iii. পাকস্থলীতে পাওয়া যায়
জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে তাকে কি বলে?
অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3) কোন এসিড থেকে পাওয়া যায়?