Test Mode
Reading
Mode
Right = 0
Wrong = 0
নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)
All
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!
আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান
ধর্মের নামে স্বার্থান্বেষীদের
ধর্মের জন্য জীবন বাজি রাখা
ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন
মানুষে মানুষে ধনী গরিব আছে বলে
মানুষে মানুষে পৃথক সত্তা আছে বলে
মানুষে মানুষে সবাই সমান বলে
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একই পথে চলে
মুসাফির নামাজ পড়ে না বলে
সহসা বন্ধ হলো মন্দির, ভূখারি ফিরিয়া চলে
আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু
ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নমাজ পড়িস বেটা?
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো
গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা
ভিখারি কাঙ্ক্ষিত জিনিস পায়নি বলে
পূজারি মন্দিরের দ্বার খোলা রেখেছে বলে
নিজের স্বার্থ রক্ষার জন্য
ইমানদারদেরকে সাহায্য করার জন্য
মুসাফির নামাজ পড়ে না বলে