দুপুর ব্যতীত বাকি দু বেলা সন্ন্যাসী যা সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন-
i. দুধ
ii. ফল
iii. মধু
নিচের কোনটি সঠিক?
যা ত্যাগ করা হচ্ছে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য-
i. কর্মফলাসক্তি
ii. ভোগাসক্তি
iii. জীবনাসক্তি
আত্মোপলব্ধির জন্য যে মন বা চিত্তের প্রয়োজন-
i. শুদ্ধ
ii. স্থির
iii. প্রশান্ত
যা দ্বারা অভ্যন্তরীণ শৌচ লাভ হয়ে থাকে-
i. সৎ চিন্তা
ii. মৈত্রী
iii. দয়া
যা দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়-
i. দৃঢ় সংকল্প
ii. অভ্যাস
iii. পাণ্ডিত্য
যা যোগসাধনার অন্তরঙ্গ সাধন-
i. ধারণা
ii. ধ্যান
iii. সমাধি
সামাজিক ও পারিবারিক জীবনে উক্ত অনুষ্ঠানটি অয়নের জীবনে এক মহামিলন মেলা। কারণ এ অনুষ্ঠানটি-
i. সর্বজনীন
ii. অসাম্প্রদায়িক চেতনার মিলন
iii. ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কিত
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়-
i. ভ্রাতৃত্ববোধ
ii. সাম্প্রদায়িক সম্প্রীতি
iii. ব্যক্তিগত ধর্মানুভূতি
অথৈ তার ভাইকে ফোঁটা দেয়ার মূল উদ্দেশ্য হলো তার ভাই যেন-
i. দীর্ঘ জীবন লাভ করে i
i. বিপদ-আপদ থেকে রক্ষা পায়
iii. উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়।
ভ্রাতৃদ্বিতীয়া নামক ধর্মাচারটি সকলের মধ্যে-
i. ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে
ii. জাতীয় ঐক্য সৃষ্টি করে
iii. পারস্পরিক সহনশীলতা সৃষ্টি করে
জবা নামযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করল, এতে তার-
i. পুণ্যলাভ হবে
ii. জীবন প্রতিষ্ঠিত হবে
iii. মন উদার হবে
দীপাবলীকে বলা হয়-
i. সুখরাত্রি
ii. দেওয়ালি
iii. মধুমিতা
যা পরস্পর সম্পর্কিত-
i. ধর্মানুষ্ঠান
ii. ধর্মাচার
iii. পূজা পার্বন
বাঙালি সমাজে সংক্রান্তির যে উৎসবগুলো উল্লেখযোগ্য-
i. বসন্ত সংক্রান্তি
ii. চৈত্র সংক্রান্তি
iii: পৌষ সংক্রান্তি
দীপাবলিকে বলা হয়-
ii. দেওয়ালী
ধর্মীয় সামাজিক উৎসব 'বৈসাবি' পালন করা হয়-
i. বর্ষবরণ ও চৈত্রসংক্রান্তিতে
ii. পাহাড়ি অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে
iii. পৌষ সংক্রান্তিতে
যে ধর্মানুষ্ঠানগুলো আমাদের সংস্কৃতির পরিচায়ক-
i. জামাইষষ্ঠী
ii. দীপাবলী
iii. গৃহপ্রবেশ
নামযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে-
i. মানুষের মিলনমেলা ঘটে
ii. সামাজিক বন্ধন সুদৃঢ় হয়
iii. ভেদাভেদ ভুলে একাত্বা হয়ে যায়