আলিফ যে এলাকায় বসতি স্থাপন করে আছেন, সেখানকার বাসগৃহের ধরন একস্থানে বেশ কয়েকটি পরিবার অনেক বাসগৃহ একত্রিত হয়ে বসবাস করে।
আলিফের বাসগৃহের বসতি কোন ধরনের বসতি?
সাদিয়ার এলাকায় কোন পর্যায়ের সুবিধা রয়েছে?
i. নাগরিক সুবিধা
ii. শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধা
iii. কর্মকাণ্ডের সুবিধা
নিচের কোনটি সঠিক?
সামরিক ঘাঁটির নগর হলো-
i. ভারতের আগ্রা
ii. স্পেনের জিব্রাল্টার
iii. স্কটল্যান্ডের এডিনবরা
পরিকল্পিত নগরায়ণ গড়ে তোলা কঠিন কারণ-
i. পরিকল্পনাহীন ব্যবস্থাপনা
ii. দুর্বল অর্থনীতি
iii. শিল্পায়নের প্রভাব
এরূপ বসতি এলাকায় আছে-
i. প্রশস্ত রাজপথ
ii. পার্ক
iii. কৃত্রিম লেক