প্ৰতিভূ অনুপাতকে বলা হয়—
i. Representative Fraction
ii. RF
iii. প্র. অ
নিচের কোনটি সঠিক?
দ্রাঘিমা যেভাবে নির্ণয় করা যায়-
i. স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা
ii. গ্রিনিচের সময় দ্বারা
iii. সুমেরু বৃত্তের অবস্থান দ্বারা
টপোগ্রাফিক মানচিত্রে কোনটি দেখানো হয়?
i. পাহাড়, মালভূমি ও সমভূমি
ii. নদী, উপত্যকা ও হ্রদ
iii. রেলপথ
মানচিত্রের ভাষা বলা হয়-
i. রং
ii. রেখা
iii. সংকেত
মানচিত্র বলতে বোঝায়—
i. একটি ভূখণ্ডের চিত্র
ii. একটি দেশের চিত্র
iii. একটি মহাদেশের চিত্র
মানুষ অপরূপ সুন্দর এই পৃথিবীতে-
i. বাস করে
ii. জীবনযাত্রা নির্বাহ করে
iii. বিচরণ করে
মৌজা মানচিত্রে স্কেল হয়-
i. ৮ ইঞ্চিতে ১ মাইল
ii. ১৬ ইঞ্চিতে ১ মাইল
iii. ৩২ ইঞ্চিতে ১ মাইল
প্রতিপাদ স্থানয়-
i. বিপরীত গোলার্ধে হয়।
ii. দ্রাঘিমা সমান হয়
iii. অক্ষাংশ সমান হয়
উক্ত মানচিত্রের সুবিধা হলো-
i. সহজে গন্তব্যে পৌছানো যাওয়া
ii. প্রচুর অর্থ খরচ হয়
iii. প্র.অ ১: ২০,০০০ এ ভালো হয়
প্রশাসনিক মানচিত্রের বৈশিষ্ট্য হলো-
i. আন্তর্জাতিক সীমা থাকে
ii. সাগর, মহাসাগর, দেশ বিভক্ত থাকে
iii. জলবায়ুর অবস্থা দেখানো হয়
মানচিত্র কোনটি সম্পর্কে ধারণা দেয়?
i. ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে
ii. মহাদেশ ও মহাসাগর সম্পর্কে
iii. মানুষের জীবনপ্রণালি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?.
মানচিত্রে বিভিন্ন বিষয় যেভাবে বোঝানো হয়
i. রং দিয়ে
ii. ছবি দিয়ে
iii. সংকেত দিয়ে
একটি মানচিত্রের মধ্যে তথ্য থাকে—
i. স্কেল ও অভিক্ষেপ
ii. কনভেনশনাল সাইন
iii. মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরন
আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলো কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
অথবা, শহর পরিকল্পনা মানচিত্র কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?