গ্রহটির ভূত্বক বরফে ঢাকা। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ২৯ বছর ৫ মাস। গ্রহটিকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়।
উল্লিখিত বৈশিষ্ট্যগুলো কোন গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য?
কেন একমাত্র পৃথিবীই উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী?
i. বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে
ii. বায়ুমণ্ডলে তাপমাত্রা রয়েছে
iii. পৃথিবীর সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে
নিচের কোনটি সঠিক?
মঙ্গল গ্রহে জীবনধারণ অসম্ভব কেন?
i. পানির অভাব
ii. প্রয়োজনীয় অক্সিজেন নেই
iii. তাপমাত্রা অত্যন্ত কম
পৃথিবী তার নিজের অক্ষে না ঘুরে যদি স্থির থাকত তবে—
i. গাছপালা দ্রুত বৃদ্ধি পেত
ii. একটি নির্দিষ্ট স্থান মরুপ্রায় হয়ে পড়ত
iii. কোনো কোনো স্থান সবসময় অন্ধকার থাকত
উক্ত জ্যোতিষ্কটির বৈশিষ্ট্য হলো—
i. সন্ধ্যাতারা
ii. সূর্যের সবচেয়ে নিকটস্থ গ্রহ
iii. কোনো উপগ্রহ নেই
উক্ত গ্রহটির বৈশিষ্ট্য হলো—
i. উপগ্রহ সংখ্যা ২৭টি
ii. হালকা পদার্থ দিয়ে গঠিত
iii. মিথেন গ্যাসের পরিমাণ বেশি