ইসলামি শরিয়তে গিবত কী?অথবা, ইসলামি শরিয়তে গিবত করা কী ধরনের অপরাধ?
আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা যেমন জঘন্য তেমনি জঘন্য ও ঘৃণ্য কাজ কোনটি?
অথবা, মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় অপরাধ কোনটি?
মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে---
অথবা, কোনটি সৎকর্ম খেয়ে ফেলে?
উহুদের যুদ্ধে মুসলিমদের চরম মূল্য দিতে হয়েছিল কেন?অথবা উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয়ের কারণ কী ছিল?
সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে বলা হয়-i. আখলাকে হামিদাহii. আখলাকে যামিমাহiii. সদাচরণ
নিচের কোনটি সঠিক?
আখলাকে হামিদাহ গুরুত্বপূর্ণ; কারণ—
i. মৌলিক মানবীয় গুণii. জীবনের শ্রেষ্ঠ সম্পদiii. মুমিনের চরিত্র
তাকওয়া অর্জনের উদ্দেশ্যে তুমি--
i. ফরজসহ বেশি করে নফল নামায পড়বে
ii. হারাম বর্জন করবে এবং হালাল গ্রহণ করবে
iii. হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ নিয়ে চিন্তা গবেষণা করবে
মিজান গরিব হলেও প্রতিশ্রুতি মোতাবেক চালের দোকানে বাকি টাকা সঠিক সময় দিয়ে দেয়। তার এ কাজটি-
i. আহদ
ii. ওয়াদা পালন
iii. সিদক
সত্যবাদিতা মানুষকে
i. পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে
ii. অন্যায় ও অত্যাচার করা থেকে বিরত রাখে
iii. নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করে
সাম্প্রতিককালে অপসংস্কৃতি বিস্তার লাভ করছে। মানুষ অশালীন বেশভূষা ও অশালীন আচার-আচরণে অভ্যস্ত হচ্ছে। অতএব, শালীনতা বিবর্জিত পরিবেশ মানুষের মধ্যকার-
i. পশুবৃত্তিকে জাগিয়ে তুলছে
ii. কুৎসিত কামনাকে উত্তেজিত করছে
iii. সামাজিক অনাচার দমন করছে