কোনটি হাইড্রোফিলিক পদার্থ?i.. স্টার্চii. জিলাটিনiii. লিগনিন
নিচের কোনটি সঠিক?
যে পদার্থ তরল শোষণ করে স্ফীত এবং তরলের অভাবে সংকুচিত হয়—
i. সেলুলোজii. লাইপোপ্রোটিনiii. স্টার্চ
আমগাছে খনিজ লবণ শোষিত হয়-i. অভিস্রবণ প্রক্রিয়ায়ii. বিপাকীয় শক্তি খরচের মাধ্যমেiii. আয়ন হিসেবে
কোষরস উদ্ভিদের পাতায় পৌঁছে-
i. প্রস্বেদনের টানেii. মূলজ চাপেiii. অভিস্রবণ প্রক্রিয়ায়
মূল হতে পাতায় পানি আরোহণের ক্ষেত্রে কাজ করে-i. অভিস্রবণীয় চাপii. ব্যাপন চাপ ঘাটতিiii. প্রস্বেদনীয় চাপ
মাটি থেকে মূলরোমে পানি প্রবেশ করে-i. ইমবাইবিশন প্রক্রিয়ায়ii. ব্যাপন প্রক্রিয়ায়iii. অভিস্রবণ প্রক্রিয়ায়
শীতকালে ফ্লোয়েমগুচ্ছে খাদ্য চলাচল বিঘ্ন হওয়ার কারণ-
i. সিডপ্লেটে ক্যালোজ জমে যাওয়া
ii. সঙ্গীকোষে ক্যালোজ জমে যাওয়া
iii. সিডকোষের বন্ধু ছোট হওয় যাওয়া
নিচের উক্তিগুলি লক্ষ্য কর-
i.. আপেক্ষিক আর্দ্রতা কম থাকলে প্রস্বেদনের হার বেড়ে যায়ii. উদ্ভিদের মোট প্রস্বেদনের 80 85 ভাগ হয় পত্ররন্দ্রের মাধ্যমে -iii. রক্তকণিকার জন্ম হয় হাড়ের লাল অস্থিমজ্জাতে
পত্ররন্দ্র কোথায় অবস্থান করে?i. পাতায়ii. ফুলের বৃতিiii. কচি কান্ডে
পরিবেশে CO, এর পরিমাণ বৃদ্ধি পেলে-
i.মেসোফিল টিস্যুর অম্লত্ব বৃদ্ধি পায়ii. পত্ররন্দ্র খোেiii. সালোকসংশ্লেষণের হার কমে যায়
প্রস্বেদনের বহিঃপ্রভাবক--i. আপেক্ষিক আর্দ্রতাii. পাতার সংখ্যাiii. তাপমাত্রানিচের কোনটি সঠিক?
তাপমাত্রার সাথে প্রস্বেদনের সম্পর্ক হলো-
i. তাপমাত্রা বাড়লে প্রস্বেদনের হার দ্রুততর হয়
ii. তাপমাত্রা কমলে প্রস্বেদনের হার কমে
iii. তাপমাত্রার সাথে কোনো সম্পর্ক নাই
পত্রফলকের আয়তন বড় হলে প্রস্বেদনের হার-i. কমেii. বাড়েiii. স্থির থাকে
রক্ত সংবহনতন্ত্রের অন্তর্ভুক্ত হলো—i. হূৎপিণ্ডii. শিরাiii. ধমনি
লোহিত রক্ত কণিকা-i. আত্মরক্ষার অংশ নেয়ii. লৌহ জাতীয় পদার্থ দিয়ে গঠিতiii. অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে -
i. মনোসাইটii. নিউট্রোফিলiii. বেসোফিল
অনুচক্রিকায় থাকেi. নিউক্লিয়াসii. মাইটোকন্ড্রিয়াiii. গলগি বস্তু
শরিফের ব্লাড গ্রুপ AB, মিথুনের AB এবং রায়হানের । মিথুন-i. শরিফকে ব্লাড দিতে পারবেii. শরিফের থেকে ব্লাড নিতে পারবে।iii. রায়হানের ব্লাড নিতে পারবে।
রহিমের রক্তে এন্টিজেন নেই কিন্তু a, b এন্টিবডি আছে। সে-
i.রক্ত নিতে পারবে AB গ্রুপ থেকে
ii. রক্ত নিতে পারবে O গ্রুপ থেকে
iii. রক্ত দিতে পারবে সব গ্রুপকে
রক্তের গ্রুপ 'O'-এর ক্ষেত্রে
i. a ও b অ্যান্টিবডি আছেii. কোনো অ্যান্টিজেন নেইiii. A অ্যান্টিজেন আছে
সুমনের রক্তে কোনো অ্যান্টিবডি নেই। রিমনের রক্তে A এন্টিজেন আছে b এন্টিবডি আছে।
i. সুমন রিমনকে রক্ত দিতে পারবে না
ii. রিমন সুমনকে রক্ত দিতে পারবে
iii. উভয়ে উভয়কে রক্ত দিতে পারবে
রক্ত যে অঙ্গটির সংকোচন প্রসারণের মাধ্যমে সারাদেহে সঞ্চালিত হয় সেটির অবস্থান-
i. বক্ষ গহ্বরের মাঝখানেii. যকৃতের নিচেiii. দুই ফুসফুসের মাঝখানে
মানবদেহের রক্ত সংবহনতন্ত্র কী কী নিয়ে গঠিত?i. হূৎপিণ্ডii. কৈশিক নালিiii. লসিকা
কোলস্টেরোলের কাজ হলো-
i.পিত্তরস তৈরি করা
ii. ভিটামিন 'ডি' তৈরি করা
iii. স্নায়ুকোষের কার্যরিজা ঠিক রাখা
কোনটির অভাবে রক্তশূন্যতা হয়--
i. লৌহেরii. ফলিক এসিডiii. ভিটামিন বি-১২
হার্ট অ্যাটাক হলে-
i. বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়ii. রোগী প্রচন্ডভাবে ঘামতে থাকেiii. বুকে ভারী চাপ অনুভব হয়