Test Mode
Reading
Mode
Right = 0
Wrong = 0
নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)
All
যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে
যে ভিক্ষা চায়, তাকে দান কর
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে
তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন
পাখিগুলো নীল আকাশে উড়ছে।
যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
যেমন দুর্জন লোক, তেমন তারা পরিত্যাজ্য।
যারা দুর্জন লোক সেসব লোক পরিত্যাজ্য।
দুর্জন মাত্রই পরিত্যাজ্য।
সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল।
যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
পরিশ্রমীরা জীবনে সফল হয় ।
তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি।
যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।
সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
সত্য কথা না বলে বিপদে পড়েছি
যদিও তার টাকা আছে তথাপি সে দান করে না
তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।
তার বয়স হলেও বুদ্ধি হয় নি
তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না
যখন বিপদ আসে, তখন দুঃখও আসে
তার বয়স হলেও বুদ্ধি হয় নি
মাংসভোজী পশু অত্যন্ত বলবান
নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্য ভালো থাকবে।
নিয়মিত সাঁতারে স্বাস্থ্য ভালো থাকে
সাঁতারে স্বাস্থ্য ভালো থাকে।
নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে।
যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে।