আর্থিক ক্ষতি বহনে ব্যক্তিগত সম্পত্তি ব্যবহৃত হয়-
i. একমালিকানা কারবারে
ii. অংশীদারি কারবারে
iii. যৌথমূলধনি কারবারে
নিচের কোনটি সঠিক?
পতাকা ব্যাংক প্রকল্পে ঋণ দেওয়ার সময় কী কী বিষয় বিবেচনা করে?
i. প্রকল্পের লাভজনকতা
ii. প্রকল্পটির সময়
iii. প্রকল্পের ব্যবস্থাপনা
ব্যাংক মি. 'A' কে কী ধরনের পরামর্শ দিতে পারে?
ii. প্রকল্পের পরিবর্ধন
iii. প্রকল্পের পরিমার্জন
উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-
i. অর্থের সময়মূল্য উপেক্ষিত
ii. সকল নগদ প্রবাহের মূল্য সমান
iii. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার কারণ—
i. ব্যবসায় মুনাফা কম হলে
ii. নতুন ঋণ গ্রহণ করলে
iii. ঋণ পরিশোধে ব্যর্থ হলে
মুনাফা বৃদ্ধি করতে অধিক অর্থ বিনিয়োগ করলে-
i. চলতি সম্পদ বৃদ্ধি পায়
ii. চলতি সম্পদ হ্রাস পায়
iii. তারল্য ঘাটতি হয়
জনাব সাকিবের আগামী দশ বছর বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব হবে—
i. মেশিনটির ক্রয়মূল্য নির্ণয় করে
ii. মেশিনের ভগ্নাবশেষ মূল্য নির্ণয় করে
iii. বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে
দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত হলো—
i. সম্পত্তির প্রতিস্থাপন
ii. কাঁচামাল ক্রয়
iii. দালানকোঠা নির্মাণ